মো: মুন্না শেখ, কচুয়া ( বাগেরহাট) প্রতিনিধি।
বাগেরহাটের কচুয়া উপজেলার গোপালপুর ইউনিয়নের পাশদিয়ে বয়ে যাওয়া বিষখালি নদীতে দীর্ঘদিন বাধ দিয়ে খনন কাজ পরিচালনা করায় এলাকায় চাষাবাদ ও দৈনন্দিন কাজ করার জন্য পানির তীব্র সংকট তৈরি হয়েছে। প্রায় তিন বছর যাবৎ উক্ত খনন কাজ পরিচালিত হলেও দৃশ্যত কোন উন্নতি হয় নি। বিভিন্ন অযুহাতে ঠিকাদারি প্রতিষ্ঠান এই খনন কাজে বিলম্বিত হচ্ছে।
বিভিন্ন সময়ে ঠিকাদারি প্রতিষ্ঠান এর সাথে যোগাযোগ করেও এ ব্যাপারে আশানুরূপ ফল না পাওয়ায় এলাকাবাসী নদীর তীরে একটি মানব বন্ধন এর আয়োজন করে। এ মানব বন্ধন থেকে এলাকাবাসী হুংকার দেন যে, ” আমাদের সমস্যার সমধান না হলে আরো কঠিন থেকে কঠিনতর কর্মসূচী দিতে বাধ্য হব।
গোপালপুর ও বাধাল ইউনিয়ন এর গন মানুষের এই মানব বন্ধনে সংহতি জানিয়ে অংশ নেন বাগেরহাট জেলা বি এন পি এর সাবেক সহ সভাপতি খান মনিরুল ইসলাম, কচুয়া উপজেলা বি এন পি এর প্রধান সমন্বয়ক সরদার জাহিদ, সদস্য সচিব শেখ তৌহিদুল ইসলাম, যুগ্ম আহব্বায়ক খান, ও বাধাল ইউনিয়ন এর সাধারণ সম্পাদক মাস্টার সাইফুল ইসলাম, সাশহিদুজ্জামান মিল্টন। কচুয়া প্রেস ক্লাব এর সভাপতি শহিদুল ইসলাম খোকন, প্রেস ক্লাব এর সাধারণ সম্পাদক উজ্জল কুমার দাস সহ আরো অনেকে।