মো:মুন্না শেখ কচুয়া, বাগেরহাট প্রতিনিধি।
অভিযোগ উঠেছে কচুয়া উপজেলার টেংরাখালী গ্রামে ৯ বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টা করেন মোঃ মাহ্ফুজ খা (১৯)
৭ (এপ্রিল) সোমবার সন্ধ্যায় শিশুটির মা মোসাঃ তানজিলা খাতুন (৩৫) কচুয়া থানায় এসে কচুয়া সদর ইউনিয়নের টেংরাখালী গ্রামের আলমগীর খাঁর ছেলে মোঃ মাহ্ফুজ খাঁ (১৯) কে আসামি করে একটি অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, ৭ই এপ্রিল দুপুর আনুমানিক ১ টার সময় তার ৯ বছর ও ৬ বছর বয়সী দুই শিশু কন্যা সহ পাশের বাড়ির আরো এক ৮ বছর বয়সী শিশু টেংরাখালী আলিয়া মাদ্রাসার পাশে আম পাড়তে যায়। এসময় ভিকটিম শিশুটি আম পাড়ার জন্য গাছে ওঠে বাকি দুজন নিচে দাঁড়ানো থাকে। উল্লেখিত আসামি ঘটনাস্থলে এসে তাদের গালাগালি ও মারধরের ভয়ভীতি দেয়। এতে ভয়ে গাছের নিচে থাকা দুই শিশু পালিয়ে যায়। গাছে থাকা শিশুটি নেমে আসলে আসামী মাহফুজ খাঁ তার মুখ চেপে ধরে আলিয়া মাদ্রাসার ১তলা বিল্ডিং এর দক্ষিণ পাশের একটি রুমে নিয়ে আনুমানিক ১ টা ৩৫ মিনিটের সময় তার স্পর্শ কাতর স্থানে হাত দেয় ও তাকে বিভিন্ন ভাবে ধর্ষণের চেষ্টা করে। পরবর্তীতে শিশুটি বাড়ি এসে তার মাকে সব খুলে বলে।
এ বিষয়ে কচুয়া থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ রাশেদুল আলম বলেন, আমরা একটি ৯ বছর বয়সি শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ পেয়েছি। অভিযোগ পাওয়ার সাথে সাথে এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। অভিযুক্ত আসামীর বিরুদ্ধে এর আগেও মাদকের অভিযোগ রয়েছে।
এর আগে গত ৪ এপ্রিল রঘুদত্তকাঠি গ্রামে ৬ বছরের আরো এক শিশু ধর্ষণের শিকার হয়। এমন ঘটনায় অভিভাবক ও সচেতন মহলের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।