রফিকুল ইসলাম রফিক, কুড়িগ্রাম প্রতিনিধি
কুড়িগ্রামের উলিপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপি দলের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৮ মার্চ) রোজ শুক্রবার বিকালে উপজেলার গুঞ্জন কমপ্লেক্সে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) আব্দুল খালেকের পক্ষ থেকে ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
উক্ত ইফতার মাহফিল অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) আব্দুল খালেক, কুড়িগ্রাম জেলা বিএনপির আহবায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা, যুগ্ম আহবায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, যুগ্ম আহবায়ক অধ্যাপক হাসিবুর রহমান হাসিব, কুড়িগ্রাম জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর এডভোকেট বজলুর রশিদ, কুড়িগ্রাম জেলা কৃষক দলের আহ্বায়ক রিপন আহমেদ, উপজেলা বিএনপির সাবেক তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক এম মতলেবুর রহমান উপজেলা যুবদলের যুগ্ন আহ্বায়ক মঈন আহমেদ, উপজেলা কৃষক দলের আহ্বায়ক প্রভাষক আব্দুর রহমান রাজু ,মোহাম্মদ আমিনুল ইসলাম ফুলু সাবেক ধরণী বাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যা সহ উলিপুর উপজেলা বিএনপি’র নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ আবু জাফর সোহেল রানা জেলা কৃষক দলের যুগ্ম আহবায়ক, মোঃ ফিরোজ কবির কাজল সাবেক জিএস পলিটেকনিক ইনস্টিটিউট রংপুর ,শামীম আহমেদ ,উলিপুর উপজেলা সিনিয়র যুগ্ম আহ্বায়ক যুবদল, আব্দুর রহমান রাজু উলিপুর উপজেলা কৃষক দলের আহ্বায়ক সহ উলিপুর উপজেলা বিএনপির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
রংপুর বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুল খালেক বলেন, আওয়ামী ফ্যাসিস্ট সরকারের আমলে তাদের অবৈধ কার্যকলাপের ফলে দেশে যে অরাজকতা বা অনৈতিক কার্যক্রম শুরু হয়েছিল তাদের বিরুদ্ধে ৪ ও ৫ ই আগস্টের তীব্র প্রতিবাদের মুখে সেই সরকার পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আমাদের ধৈর্য ধরতে হবে। বিএনপি কল্যাণ কামী কাজে বিশ্বাসী। তাই তারেক রহমানের নির্দেশনায় মানুষের কাছাকাছি গিয়ে আমাদের রাজনীতি করতে হবে, মানুষের দোরগোড়ায় পৌঁছাইতে হবে, যেভাবে জিয়াউর রহমান, রাজনীতি করে গেছে তারই আদর্শে আমাকে চলতে হবে ।
সঞ্চালনায় ছিলেন, জেলা কৃষক দলের সিনিয়র যুগ্ন আহ্বায়ক আবু জাফর সোহেল রানা।