তানিম আহমদ, স্টাফ রিপোর্টার,
১৯ মার্চ ২০২৫ রাত্রিবেলা শ্রীমঙ্গল থানার এএসআই(নিঃ)/মোঃ আবু তালেব সঙ্গীয় ফোর্সসহ শ্রীমঙ্গল থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া জিআর-২০৭/২০ (শ্রীমঙ্গল) এর ০১ বছরের সশ্রম কারাদন্ড, ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে ০১ মাসের সশ্রম কারাদন্ড প্রাপ্ত ওয়ান্টেভুক্ত পলাতক আসামী ১। কামিল আহমেদ চৌধুরী (৩৮), পিতা-মৃত ফাত্তাহ আহমেদ চৌধুরী, সাং-গুহরোড, থানা-শ্রীমঙ্গল, জেলা-মৌলভীবাজার এবং সিআর ৪৯৫/২৩ (শ্রীমঙ্গল) এর ০৪ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ১,৯১,০৫৫/-টাকা অর্থদন্ডে দন্ডিত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী ২। মোঃ মোশাররফ হোসেন, পিতা-মোঃ আব্দুল হক, সাং-হাজেরা টাওয়ার (৪র্থ তলা) জোড়াপুল, বিরাইমপুর, কলেজ রোড, থানা-শ্রীমঙ্গল, জেলা-মৌলভীবাজার‘দ্বয়কে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত সাজা প্রাপ্ত আসামীদ্বয়কে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হইয়াছে।