আতিকুর রহমান ঢাকা প্রতিনিধি : ঢাকা জেলা পুলিশ সুপার, জনাব মোঃ আনিসুজ্জামান মহোদয়ের নির্দেশক্রমে, অতিরিক্ত পুলিশ সুপার, ডিবি, জনাব মোঃ তরিকুল ইসলাম, মহোদয়ের সার্বিক তত্ত্বাবধানে অফিসার ইনচার্জ, ডিবি (দক্ষিন), ঢাকা জেলা জনাব সাইদুল ইসলাম এর নেতৃত্বে এসআই(নিরস্ত্র)/ মোঃ টিটুল হোসেন, এসআই(নিরস্ত্র)/সৈয়দ ইমামুজ্জামান, এসআই(নিরস্ত্র)/আব্দুল বাছেদ, ঢাকা জেলর কেরানীগঞ্জ থানার এসআই (নিরস্ত্র) ইউনুছ আলী খান ও সঙ্গীয় ফোর্স সহ গোয়েন্দা (দক্ষিণ) ঢাকা জেলা এর একটি চৌকষ ডিবি টিম ঢাকা ঢাকা বনানী এবং ব্রাহ্মনবাড়ীয়া জেলার আখাউড়া থানা এলাকায় অভিযান পরিচানা করিয়া শয়তানের নিঃশ্বাস চক্রের ৩ সদস্য ১। মোঃ রায়হান মিয়া (২৫), পিতা-মৃত নাছির মিয়া, সাং-শান্তিনগর, ও ২। মোঃ সাগর মিয়া (২৬), পিতা-মোঃ আবুল হোসেন ৩। আলমগীর মিয়া, সাং-মসজিদপাড়া, ৪ নং ওয়ার্ড, উভয় থানা-আখাউড়া, জেলা-ব্রাহ্মনবাড়ীয়াদ্বয়কে গ্রেফতার করে তাদের হেফাজত ইহতে ০৩ টি চোরাই মোটর সাইকেল উদ্ধার করেন। তিতুমীর কলেজে ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে মাস্টোর্সে অধ্যয়নরত মুশফিক আহমেদ নাঈম (২৭), পিতা-সৈয়দ আহমেদ সরকার, সাং-কামাল খান সড়ক, ইব্রাহীমপুর বৌ-বাজার, মিরপুর ১৪, থানা-কাফরুল, ডিএমপি,ঢাকা। তার ব্যাক্তগত একটি সুযোকী জিক্সার ১৫০ সিসি যাহার রেজিঃ নং-ঢাকা মেট্রো-ল-৬১-২৮৭৯ রয়েছে। তিনি পড়ালেখার খরচ যোগাতে পড়ালেখার পাশাপাশি তার ব্যক্তিগত মোটর সাইকেল দিয়ে মাঝে মধ্যে রাইড শেয়ার করেন। ইং ১৩/০২/২০২৫ তারিখ দুপুর অনুমান ০১.৩০ ঘটিকার সময় ঢাকা শনির আখড়া বাসস্ট্যান্ডে অবস্থানকালে অজ্ঞানামা এজ ব্যাক্তি মুখে মাস্ক পরিহিত অবস্থায় আসিয়া তাকে বলে তিনি ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন আব্দুল্লপুর যাবেন এবং আসবেন জানাইলে যাওয়া আসা ৫০০ টাকা ভাড়া ঠিক করেন। পরে উক্ত ব্যাক্তি নিয়ে শনিরআখড়া থেকে ধোলাইপাড় হয়ে আব্দুল্লাপুর যাওয়ার সময় ধোলাইপাড় থামিয়া অজ্ঞাত উক্ত ব্যাক্তি একটি বাসায় প্রবেশ করে এবং কিছুক্ষন পরে ফেরত আসিয়া পূণরায় আব্দুল্লাপুরের উদ্দেশ্যে রওনা করেন। ইং ১৩/০২/২০২৫ তারিখ দুপুর অনুমান ০২.৩০ ঘটিকার সময় ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন আব্দুল্লপুর বাসস্ট্যান্ডে পৌছাইলে উক্ত অজ্ঞাতনামা ব্যাক্তি মোটর সাইকেল হইতে নামিয়া তাহার হাতে থাকা নেশায় জাতীয় পাউডার “শয়তানের নিঃশ্বাস” ছুড়ে মারিয়া মোটর সাইকেল চালক মুশফিক আহমেদ নাঈমকে অজ্ঞান করে মোটর সাইকেলটি চুরি করিয়া নিয়ে যায়। অত্র ঘটনায় মুশফিক আহমেদ নাঈম বাদী হয়ে ঢাকার জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি মামলা দ্বায়ের করেন যার মামলা নং-৩৬, তাং২২/০২/২০২৫খ্রিঃ, ধারা -৩২৮/৩৭৯ পেনাল কোড । ডিবি টিম তথ্য প্রযুক্তির সহায়তায় ঘটনায় জড়িত শয়তানের নিঃশ্বাস চক্রের সক্রিয় সদস্য অজ্ঞাত ব্যাক্তি আসামী মোঃ রায়হান মিয়াকে সনাক্ত করিয়া ঢাকা ডিএমপির বনানী থানা এলাকা থেকে ইং ২৩/০২/২০২৫ তারিখ সকাল ০৬.৩০ ঘটিকার সময় গ্রেফতার করিয়া তার দেওয়া তথ্য মতে ব্রহ্মনবাড়ীয়া জেলার আখাউড়া থানা এলাকায় উক্ত থানায় পুলিশের সহায়তায় অভিযান পরিচানা করিয়া ইং-২৩/০২/২০২৫ তারিখ দুপুর ০১.৪৫ ঘটিকার সময় আখাউড়া এলাকা থেকে আসামী সাগরকে গ্রেফতার করিয়া সাগরে মোটর সাইকেল গ্যারেজ থেকে উক্ত মোটর সাইকেলটি উদ্ধার করেন। আসামী রায়হান মিয়ার তথ্য মতে আরও অভিযান পরিচারনা করিয়া মোঃ রাব্বি হাসান (২৬), পিতা- মৃত-নোয়াব মিয়া, মাতা-হনুফা বেগম, সাং-রাধানগর কলেজপাড়া, থানা-আখাউড়া, জেলা-ব্রাহ্মনবাড়ীয়া এর বসত বাড়ীর বসত ঘর হইতে একটি নাম্বার বিহীন একটি ডিসকভার ১২৫ সিসি মোটর সাইকেল এবং মোঃ জুয়েল মিয়া (২৮), পিতা-মৃত –আব্দুল করিম, মাতা-আছিয়া খাতুন, সাং-তারাঘন পীড়বাড়ী, থানা-আখাউড়া, জেলা-ব্রাহ্মনবাড়ীয়া বসত বাড়ীর বসত ঘর হইতে নাম্বার বিহীন একটি V3 মোটর সাইকেল সর্বমোট ০৩টি চোরাই মটরসাইকেল উদ্ধার করেন।
ধুত আসামী মোঃ রায়হান মিয়া (২৫) এর বিরুদ্ধে ১। এসএমপি এর কোতয়ালী মডেল থানায় ০১ টি, এবং ২। রংপুর এর মিঠাপুকুর থানায় ০১ টি, মোট ০২টি এবং ধৃত আসামী মোঃ সাগর মিয়া (২৬) এর বিরুদ্ধে ১। এসএমপি এর কোতয়ালী মডেল থানায় ০১টি মামলা রয়েছে।