এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি।।
কুমিল্লার বুড়িচংয়ের ষোলনল ইউনিয়নের নানুয়ার বাজার এলাকায় একটি বিলাসবহুল গাড়িতে গাঁজা পাচারকালে ৫০ কেজি গাঁজাসহ একাধিক মামলার আসামিসহ দুজনকে আটক করেছে থানা পুলিশের একটি দল।
শনিবার (২২ ফেব্রুয়ারি) দিবাগত রাতে জেলার বুড়িচং উপজেলার ষোলনল ইউপির নানুয়াবাজার এলাকা থেকে তাদেরকে আটক করে পুলিশ।
আটককৃত আসামিরা হলেন একাধিক মামলার আসামি মো: আবু সাইদ ভূইয়া (৩৫) আদর্শ সদরের কুচাইতলী ৩ ওয়ার্ডের বাসিন্দা আব্দুল লতিফের ছেলে ও মো: টিপু সুলতান (২৭) ব্রাহ্মণপাড়া উপজেলার নাইঘর নোয়াপাড়ার মহিন উদ্দিনের ছেলে।
থানা পুলিশ সূত্রে জানা যায়, শনিবার দিবাগত রাতে থানার সহকারী উপ-পরিদর্শক (এ.এস.আই) সাইফুল ইসলাম ও সঙ্গীয় ফোর্সসহ অবৈধ আগ্নেয়াস্ত্র, মাদকদ্রব্য উদ্ধার এবং ওয়ারেন্ট তামিলের নিমিত্তে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ষোলনল ইউনিয়নের নানুয়ার বাজার এলাকায় একটি বিলাসবহুল গাড়িতে তল্লাশি করে ৫০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমিল্লা বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক জানান, একটি বিলাসবহুল গাড়িতে ৫০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। এ ঘটনায় আটককৃত আসামিদের বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলা দায়ের শেষে রবিবার দুপুরে কুমিল্লা আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে বলে তিনি জানান।