—————————————————————- মাহমুদুল হাসান ফরিদ, মেহেন্দিগঞ্জঃ
ইকরা ফাউন্ডেশনের পৃষ্ঠপোষকতায় জ্ঞানচর্চার অনুপ্রেরণামূলক কর্মসূচি -২০২৫ এর আওতায় মেহেন্দিগঞ্জ উপজেলার উলানিয়া উত্তর দক্ষিণ এবং চানপুর ইউনিয়নের মাধ্যমিক স্তরের সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রত্যেক ক্লাসের ১ থেকে ৩ রোল পর্যন্ত মেধাবী শিক্ষার্থীসহ ২৫৫ জন শিক্ষার্থীর মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
২২ ফেব্রুয়ারি শনিবার বেলা ২ টায় উলানিয়া করোনেশন মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে এক অনুষ্ঠানের মাধ্যমে মেধাবী ও অসহায় গরীব শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ, স্কুল ড্রেস, বাংলা অর্থসহ পবিত্র আল-কোরআন বিতরন করা হয়।
এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ইকরা ফাউন্ডেশনের চেয়ারম্যান ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিষ্টার সৈয়দ মোঃ ইমরান হোসেন।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও তুরাগ থানা জামায়েতের নায়েবে আমির মোঃ কামরুল হাসান ,বাংলাদেশ জামায়েতে ইসলামের মেহেন্দিগঞ্জ উপজেলা শাখার সাবেক অফিস সম্পাদক ও ঢাকাস্থ মেহেন্দিগঞ্জ ফোরামের সহ-সভাপতি মোজাম্মেল হক তালুকদার, উলানিয়া করোনেশন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হেলাল উদ্দিনসহ বিভিন্ন গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বাস্তবায়নে উলানিয়া আদর্শ সমাজ কল্যান পরিষদ (ঢাকাস্থ)।