মুন্সিগঞ্জ প্রতিনিধি – মুন্সিগঞ্জ জেলা আড়িয়াল বিলে যা বললেন দুর্নীতি বন্ধ হলে দেশ এগিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। ২৬ এপ্রিল শনিবার বিকালে দেশের মধ্যাঞ্চলের সবচেয়ে বড় ও প্রাচীন বিল আড়িয়াল বিলে কৃষকদের ধান কাটা ও মাড়াই কার্যক্রম পরিদর্শনে এসে তিনি এই মন্তব্য করেন।
পরিদর্শন শেষে স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী সাংবাদিকদের প্রশ্নের জবাবে আরো জানান, আড়িয়াল বিলে অবৈধভাবে মাটি কাটা বন্ধ করে খাল খনন করা হবে। একই সাথে কৃষকদের ফসল সংরক্ষণের জন্য দুটি কোল্ড স্টোরেজ এ বছরই মধ্যেই নির্মাণ করা হবে।
এ সময় তার সাথে শ্রীনগর উপজেলার শ্রীধরপুর অংশে কৃষকদের ধান কাটায় অংশ নেন শিল্প ও গৃহায়ণ উপদেষ্টা আদিলুর রহমান। তাঁরা কৃষকদের সঙ্গে ধান কেটে সহায়তা করেন দুই উপদেষ্টা।
ধান কাটা কার্যক্রম শেষে উপদেষ্টারা কৃষকদের সাথে বসে তাদের সমস্যার কথা শোনেন এবং সেসব সমস্যা সমাধানের আশ্বাস দেন।
কর্মসূচিতে মুন্সিগঞ্জ জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত জেলা পুলিশ সুপার মোহাম্মদ শামসুল আলম সরকার, জেলা কৃষি কর্মকর্তা বিপ্লব কুমার মোহন্ত প্রমুখ উপস্থিত ছিলেন।