এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি।।
কুমিল্লা মুরাদনগর পশ্চিম বাঙ্গরা ইউপির নবীয়াবাদ এলাকায় একই রশিতে ঝুলন্ত অবস্থায় মা ও ছেলের মরদেহ উদ্ধার করছে থানা পুলিশ। এটি হত্যা নাকি আত্মহত্যা তা উদঘাটনে কাজ করছে পুলিশ। তবে স্থানীয় সহ পরিবারেরর দাবি, মা ও ছেলেকে হত্যা করে ঝুলিয়ে রাখা হয়েছে।
শনিবার (২৬ এপ্রিল) দুপুরে উপজেলার বাঙ্গরা বাজার থানার পশ্চিম বাঙ্গরা ইউনিয়নের নবীয়াবাদ গ্রাম এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, জেলার মুরাদনগর উপজেলার পশ্চিম বাঙ্গরা ইউপির নবীয়াবাদ গ্রামের প্রবাসী আ: মতিনের স্ত্রী রাবেয়া বেগম (২৬) ও ছেলে আব্দুল্লাহ (৩)।
নিহতের বাবা ইদ্রিস মিয়া বলেন, আমার মেয়ের পা দুটো মাটিতে লাগে আছে। ফাঁসির চিত্র দেখে স্পষ্ট যে, মা ছেলেকে মেরে রশিতে ঝুলিয়ে রেখে গেছে। আমি থানায় লিখিত অভিযোগ করতে যাচ্ছি।
এবিষয়ে কুমিল্লা বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান বলেন, স্থানীয়রা মা ও ছেলেকে বসত ঘরের আড়ার মধ্যে ফাঁস লাগানো অবস্থায় ঝুলতে দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়ছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে বিস্তারিত জানানো হবে।
সরোয়ার হোসেন কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত