এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি।।
কুমিল্লা সদর দক্ষিণের সুয়াগাজী বাজার এলাকায় টাস্কফোর্সের অভিযানে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) কর্তৃক সর্বমোট ৪৯,৪৬,৫৫০/- (ঊনপঞ্চাশ লক্ষ ছেচল্লিশ হাজার পাঁচশত পঞ্চাশ) টাকা মূল্যের একটি ট্রাকসহ অবৈধ ভারতীয় বাসমতি চাউল উদ্ধার করেছে।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সকাল আনুমানিক ১১ টায় কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার সুয়াগাজী বাজার থেকে গোপন সাংবাদের ভিত্তিতে সহকারী কমিশনার (ভূমি) সৈয়দ রেফাঈ আবিদ এর উপস্থিতিতে বিজিবি এবং পুলিশ সদস্যের সমন্বয়ে ১ টি বিশেষ টাস্কফোর্স দল গঠন করে অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযানে মালিক বিহীন একটি ট্রাকসহ ৭,৬৫৯ কেজি অবৈধ ভারতীয় বাসমতি চাউল আটক করা হয়। যার সর্বমোট মূল্য-৪৯,৪৬,৫৫০/- (ঊনপঞ্চাশ লক্ষ ছেচল্লিশ হাজার পাঁচশত পঞ্চাশ) টাকা।
এবিষয়ে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সৈয়দ রেফাঈ আবিদ জানান, জব্দকৃত ট্রাকসহ ভারতীয় বাসমতি চাউল বিধি মোতাবেক কাস্টমস এ জমা করা হবে।
সরোয়ার হোসেন কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত