মোঃ শান্ত খান বিশেষ প্রতিনিধি
সাভারে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পাশের ডাস্টবিন থেকে গত কুড়িয়ে পাওয়া এক নবজাতকের চিকিৎসার দায়িত্ব নিয়ে আর্থিক সহায়তা নিয়ে পাশে দাঁড়িয়েছেন স্থানীয় বিএনপি নেতাকর্মীরা।
বুধবার (২৩ এপ্রিল) দুপুরে সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে শিশুটিকে দেখতে এসে আর্থিক সহায়তা করেন ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক ও সাবেক পৌর কাউন্সিলর খোরশেদ আলম, ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক নাজমুল হাসান অভি ও ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সভাপতি তমিজ উদ্দিন।
জন্মগতভাবে হার্টের অসুখে ভোগা নবজাতটিকে কুঁড়িয়ে পাওয়া শাজাহান দম্পতি আর্থিকভাবে অসচ্ছল হওয়ায় শিশুটির চিকিৎসাসেবা অনেকটাই অনিশ্চিত হয়ে পরেছিল। বর্তমানে শিশুটি সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে তবে আরো উন্নত চিকিৎসার তাকে রাজধানীর হার্ট ফাউন্ডেশন অথবা জাতীয় হৃদরোগ ইনিস্টিটিউটে প্রেরণ করা হবে।
এসময় ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক ও সাবেক পৌর কাউন্সিলর খোরশেদ আলম বলেন, আমি যখনই এই শিশুটির কথা জানতে পেরেছি তাৎক্ষণিকভাবে আমি শিশুটিকে কুড়িয়ে পাওয়ার দম্পতি এবং এনাম মেডিকেল কলেজ কর্তৃপক্ষের সাথে কথা বলেছি যাতে তার চিকিৎসার কোন ত্রুটি না হয় এবং আজকে আমাদের নেতাকর্মীরা মিলে শিশুটির পাশে দাঁড়ানোর উদ্দেশ্য কিছু আর্থিক সহায়তা প্রদান করলাম। আমাদের নেতা দেশনায়ক তারেক রহমানের নির্দেশে আমরা বিএনপি নেতাকর্মীরা এই শিশুটির জন্য সর্বাত্মক সহযোগিতা নিয়ে পাশে থাকবো।
ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক নাজমুল হাসান অভি বলেন, আমরা আমাদের দলীয় হাই-কমান্ডের নির্দেশে এই অসহায় নবজাতকটি সুস্থভাবে যেন বেড়ে উঠতে পারে এ ব্যাপারে সার্বিক সহযোগিতা প্রদান করার উদ্দেশ্যেই এখানে এসেছি। বিএনপি সবসময় অসহায় মানুষের পাশে থেকেছে ভবিষ্যতেও থাকবে। তাই মানবিক দৃষ্টিকোণ থেকে অভিভাবকহীন ছেলেটিকে যাবতীয় চিকিৎসার তত্ত্বাবধানের জন্য আমরা এগিয়ে এসেছি।
এবিষয়ে এনাম মেডিকেল কলেজ হাসপাতালের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. আনোয়ারুল কাদের নাজিম বলেন, শিশুটি জন্মগতভাবে হার্টের অসুখে আক্রান্ত। আমরা ইতিমধ্যে আমাদের হাসপাতালে তার সবধরনের চিকিৎসাসেবা প্রদান করছি। পাশাপাশি আজকে বিএনপির পক্ষ থেকে সাভারের স্থানীয় নেতৃবৃন্দ আর্থিক সহায়তা নিয়ে শিশুটির পাশে দাঁড়িয়েছেন যেটি সত্যিই প্রশংসার দাবিদার। বাচ্চাটির হার্টে একটি জটিল অস্ত্রোপচার প্রয়োজন। সেটির জন্য তাকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে পাঠানোর ব্যবস্থা করছি সেখানে বিদেশি একটি চিকিৎসক টিম এসে বাচ্চাটির অপারেশন করবে।