মোঃ সুজন বেপারী - মুন্সিগঞ্জ জেলার গজারিয়া থানায় ঢাকা রেঞ্জ ডিআইজি পরিদর্শন করেন জনাব এ.কে.এম.আওলাদ হোসেন পনির বাংলাদেশ পুলিশ।
পূর্ব নির্ধারিত সফরসূচী অনুযায়ী আজ ২৩শে এপ্রিল ২০২৫ খ্রি. বুধবার সকাল ০৯:৩০ ঘটিকায় মুন্সীগঞ্জ জেলার গজারিয়া থানা বার্ষিক পরিদর্শন করেন জনাব এ.কে.এম. আওলাদ হোসেন, ডিআইজি, ঢাকা রেঞ্জ, বাংলাদেশ পুলিশের মহোদয়। পরিদর্শন উপলক্ষে তিনি গজারিয়া থানায় পৌছালে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব মো. আনোয়ারুল আলম আজাদ। এছাড়াও জেলা পুলিশের একটি চৌকস দল ডিআইজি মহোদয়কে গার্ড অব অনার প্রদান করেন।
সালাম ও অভিবাদন গ্রহণ শেষে ডিআইজি মহোদয় গজারিয়া থানা বার্ষিক পরিদর্শন করেন। এ সময় তিনি থানার বিভিন্ন রেজিস্টার পত্রাদি পর্যবেক্ষণ করেন ও সার্বিক কার্যক্রম পরিদর্শন করেন। এছাড়াও তিনি থানার হাজত খানা এবং ফোর্সের ব্যারাক ও মেস পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন।
পরিদর্শনকালে আরো উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার জনাব মুহম্মদ শামসুল আলম সরকার মহোদয় ও অতিরিক্ত পুলিশ সুপার (মুন্সীগঞ্জ সার্কেল) জনাব মো. বিল্লাল হোসেন পিপিএম, মহোদয় প্রমুখ।
সরোয়ার হোসেন কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত