এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি।।
কুমিল্লায় বাখরাবাদ গ্যাস ফিল্ড কোম্পানীর উপ-মহাব্যবস্থাপকের (ডিজিএম) বিরুদ্ধে
রাস্তা নির্মাণের মাটি, সরকারি গাছ ও যন্ত্রাংশ বিক্রির অভিযোগ উঠেছে।
প্রায় ১৬ বছর ধরে কুমিল্লার মুরাদনগরে বাখরাবাদ গ্যাসফিল্ডে কর্মরত রয়েছেন উপ-মহাব্যবস্থাপক জিয়াউল কবির। আওয়ামী শাসন আমলের দীর্ঘ সময়ে একই জায়গায় চাকরির সুবাদে দলটির নেতাদের সঙ্গে তার নিবিড় ঘনিষ্ঠতার অভিযোগ রয়েছে।
সুত্রে জানা যায়, ৫১ লাখ টাকা ব্যয়ে বাখরাবাদ গ্যাসফিল্ডের প্রবেশ পথের প্রায় ২৪০মিটার রাস্তাসহ আংশিক ড্রেন নির্মাণের কাজ পায় মের্সাস কাজী জাহাঙ্গীর। রাস্তাটির বক্স খনন করার পর প্রায় একশ ট্রাক্টর উত্তেলিত মাটি ঠিকাদারের সাথে আঁতাত করে গ্যাসফিল্ড সংলগ্ন বল্লবদী গ্রামের জুলহাস মিয়ার পুত্র মুকবল হোসেনের কাছে বিক্রি করে দেন ডিজিএম জিয়াউল কবির।
এছাড়াও স্থানীয়দের অভিযোগ, ফিল্ডের পুরাতন যন্ত্রপাতি, গাছ সরকারি নিয়ম নীতির তোয়াক্কা না করে নিজের খেয়াল খুশি মতোই তিনি বিক্রি করে আসছেন।
এ বিষয়ে বাখরাবাদ গ্যাস ফিল্ড কোম্পানির উপ-মহা ব্যবস্থাপক জিয়াউল কবির এসব অভিযোগ অস্বীকার করে বলেন, ‘কাজ ঠিকাদার করছে, এখানের মাটি আমার পক্ষে বিক্রি করার কোন সুযোগ নেই। গ্যাস ফিল্ডের কোন গাছ যন্ত্রাংশ আমি বিক্রি করি না। যারা এসব অপপ্রচার ছড়াচ্ছে, এটি আমার বিরুদ্ধে ষড়যন্ত্র।