মোঃ লতিফুল ইসলাম (ফুল), বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার সুনাম ধন্য শিক্ষা প্রতিষ্ঠান সেতাবগঞ্জ আইডিয়াল একাডেমীর (কিন্ডার গার্ডেন শাখা)র উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উদযাপনে বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগীতা, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সম্মাননা ক্রেস্ট, নগদ অর্থ, সনদপত্র প্রদান, পুরস্কার বিতরণ ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
১৯ এপ্রিল শনিবার বিকাল ৪টায় স্কুল চত্বরে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বোচাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ মারুফ হাসান। এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মেসার্স সেতাবগঞ্জ আইডিয়াল একাডেমীর পরিচালক যথাক্রমে- মোঃ আনিসুর রহমান, মোঃ আবু সোয়ায়েব, মোঃ মোর্তুজা রেজা, মোহাম্মাদ মাসুম ও সেতাবগঞ্জ প্রেসক্লাবের আহবায়ক আব্দুস সাত্তার। সকল অনুষ্ঠানে সভাপতিত্বে করেন অধ্যক্ষ মোঃ তানজিমুল ইসলাম।আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের মাঝে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সম্মাননা ক্রেস্ট, নগদ অর্থ, সনদপত্র প্রদান, পুরস্কার বিতরণ করা হয়।