মো: সোহেল ভোলা জেলা প্রতিনিধি।
আজ সোমবার (১৪ এপ্রিল) বাংলা নববর্ষ ১৪৩২, পহেলা বৈশাখ। বর্ষবরণে ভোলা জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত এক বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। শুভ নববর্ষ উপলক্ষে অফিসার্স ক্লাব ভোলায় বর্ষবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শোভাযাত্রায় ভোলা জেলা প্রশাসনের মান্যবর জেলা প্রশাসক জনাব মোঃ আজাদ জাহান এবং মান্যবর পুলিশ সুপার জনাব মোহাম্মদ শরীফুল হক অংশগ্রহণ করেন।
এ সময় জনাব আছাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এ্যান্ড অপস্) (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত), অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ সোহান সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।