মাহিদুল ইসলাম ফরহাদ
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জে বিএনপি’র উদ্যোগে বাংলা নববর্ষ-১৪৩২ উদযাপন উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে বাংলা নববর্ষের বৈশাখী শোভাযাত্রায়টি জেলা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে। এতে অংশগ্রহণ করেন বিএনপি’র নেতা কর্মীরা।
শোভাযাত্রা শেষে চাঁপাইনবাবগঞ্জ ক্লাব (টাউন ক্লাব) মিলনায়তনে সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক গোলাম জাকারিয়া।
অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির সিনিয়র আহ্বায়ক এ্যাডঃ রফিকুল ইসলাম টিপু।
বিশেষ অতিথি ছিলেন সদর পৌর বিএনপির সভাপতি কৃষিবিদ কামরুল আরেফিন বুলু, সদর থানা বিএনপির আহ্বায়ক আমিনুল ইসলাম জেলা বিএনপির সদস্য ওবায়েদ পাঠান, সদর পৌর বিএনপির সাধারণ সম্পাদক এ.এইচ.এম.এম. জামাল বাচ্চু।