মোঃ শিহাব উদ্দিন গোপালগঞ্জ জেলা প্রতিনিধি।।
গোপালগঞ্জ সদরে ঐতিহ্যবাহী গোপালগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে আজ বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন উপলক্ষে এক আনন্দঘন ও বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। সকালে সরকারি টেকনিক্যাল স্কুল ও
কলেজ প্রাঙ্গণ থেকে শুরু হওয়া র্যালিটি কলেজ এলাকার আশপাশের প্রধান সড়ক ঘুরে পুনরায় কলেজ প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।
উৎসবমুখর এই আয়োজনে অংশ নেন কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আইবুর রহমান,শিক্ষক-শিক্ষিকাবৃন্দ, কর্মকর্তা-কর্মচারী ও বিপুল সংখ্যক শিক্ষার্থী। র্যালিতে শিক্ষার্থীরা বাঙালি সংস্কৃতির ঐতিহ্য বহনকারী নানা প্রতীক,বর্ণিল ব্যানার, ও ঐতিহ্যবাহী সাজসজ্জা নিয়ে অংশগ্রহণ করে, যা পুরো এলাকায় এক অনন্য পরিবেশের সৃষ্টি করে।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আইবুর রহমান। তিনি বলেন, বাংলা নববর্ষ আমাদের জাতীয় সংস্কৃতির অপরিহার্য অংশ। শিক্ষার্থীদের মধ্যে জাতিসত্তা, সংস্কৃতি ও মানবিক মূল্যবোধ জাগ্রত করতেই আমরা প্রতিবছর এই আয়োজন করে থাকি। আজকের এই উৎসবে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ সত্যিই প্রশংসনীয়।
অনুষ্ঠানে উপস্থিত শিক্ষার্থীদের পক্ষ থেকেও অনুভূতি প্রকাশ করা হয়। তারা বলেন, নববর্ষ উদযাপন শুধু আনন্দের নয়, আমাদের শিকড়ের সঙ্গে নতুন করে একাত্ম হওয়ার সুযোগ এনে দেয়। এই আয়োজন আমাদের হৃদয়ে চিরস্মরণীয় হয়ে থাকবে।কলেজ কর্তৃপক্ষ জানান, শুধু উৎসব উদযাপন নয়, এই আয়োজন শিক্ষার্থীদের মধ্যে একতা, সৃজনশীলতা ও সাংস্কৃতিক চেতনা বিকাশেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই অনুষ্ঠান ও র্যালি কলেজ চত্বরকে উৎসবমুখর করে তোলে। এলাকার সাধারণ মানুষও এ আয়োজনে আনন্দ ভাগ করে নেন।