মোঃ সুজন বেপারী – মুন্সিগঞ্জ আব্দুল্লাহ পুর এলাকায় পহেলা বৈশাখ ঘিরে কাচ নৃত্য দেখতে হাজারো মানুষের উচ্ছ্বাস লালকাচ নীলকাচপূজা পালিত হয়।
গত ১৩ এপ্রিল রবিবার আব্দুল্লাহ পুরে হিন্দু ধর্মাবলম্বীদের এসময় ডাক-ঢোলের শব্দে নৃত্য করেন উৎসব পালন কারী নৃত্য মহড়া দেখাযায়। বিশেষ করে সবচেয়ে বড় আসর দেখাযায় টঙ্গীবাড়ী উপজেলার আব্দুল্লাহ পুর ইউনিয়ন পরিচিত লাল ও নীল কাছ নাচনির মাধ্যমে ঐতিহ্যবাহী চৈত্রের শেষদিনে বেশ কিছু এলাকায় হিন্দু ধর্মাবলম্বীরা চৈত্র সংক্রান্তি ও কাছ উৎসব পালন করেছে।