সততা ও নিষ্ঠার সাথে অর্পিত দায়িত্ব পালন করতে হবে
——-মোহাম্মদ শের মাহবুব মুরাদ
সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ বলেছেন, সততা ও নিষ্ঠার সাথে অর্পিত দায়িত্ব পালন করতে হবে। এর মাধ্যমে প্রশাসনিক কার্যক্রম সুচারুভাবে সম্পন্ন হওয়ার পাশাপাশি নিজের দায়িত্ব জ্ঞান সম্পর্কে অভিজ্ঞতা অর্জন করা সম্ভব হয়। প্রশাসনের কর্মকর্তারাই দেশের উন্নয়ন অগ্রগতির মুল চালিকা শক্তি। তিনি আগামীর সুন্দর বাংলাদেশ গঠনে নাগরিক সেবার মান উন্নয়নে
নিজ নিজ অবস্থান থেকে সকলকে আন্তরিকতার সহিত কাজ করার আহবান জানান।
তিনি মঙ্গলবার দুপুরে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলার কর্মকর্তাদের সাথে মতবিনিময়কালে উপরোক্ত কথাগুলো বলেন।
সদর উপজেলা নির্বাহী অফিসার মিজ খোশনুর রোবাইয়াৎ এর সভাপতিত্বে মতবিনিময় সভায় স্হানীয় সরকার সিলেটের উপ পরিচালক সুবর্না সরকার,
জেলা ব্র্যান্ডিং ও পর্যটন সেলের সহকারী কমিশনার বিশ্বাস সাহরিয়া ইসলাম,
সহকারী কমিশনার( ভূমি) রেজা-ই- রাব্বী
সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,এনআইএলজিএর কর্মকর্তাবৃন্দ
উপস্থিত ছিলেন।
সভায় জেলা প্রশাসক শিক্ষা উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন কার্যক্রম এ সকল কর্মকর্তাদের স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের আহ্বান জানান।
এর আগে জেলা প্রশাসক দেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়,খাদিমপাড়া ইউনিয়নের বহর ইউনিয়ন ভূমি অফিসের উন্নয়ন প্রকল্প, সদর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় পরিদর্শন সহ গ্রাম পুলিশের বুনিয়াদি প্রশিক্ষণের উদ্ভোধনী অনুষ্ঠানে অংশ গ্রহণ করেন।