মোঃ নেওয়াজ মোর্শেদ নোমান, জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ ফিলিস্তিনের জনগণের প্রতি সংহতি জানিয়ে গাজায় ইসরায়েলি নির্মম গণহত্যা ও মানবতাবিরোধী আগ্রাসনের বিরুদ্ধে জয়পুরহাটে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছে জেলা ছাত্রদল।
মঙ্গলবার (০৮ এপ্রিল) বেলা ১২টায় শহরের জিরো পয়েন্টে ঘন্টাব্যাপী এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এসময় জেলা ছাত্রদলের সভাপতি মামুনুর রশীদ প্রধান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রাইসুল ইসলাম রিপন, থানা ছাত্রদলের সদস্য সচিব রিপন হোসেন, পৌর ছাত্রদলের সদস্য সচিব হাসানুল বান্না হাসান ও জয়পুরহাট সরকারি কলেজ ছাত্রদলের সদস্য সচিব পিয়াস আহমেদ পৃথিবী বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, ন্যাক্কারজনকভাবে গাজায় শিশু ও নারীসহ নিরীহ মানুষদের নির্বিচারে হত্যা করছে ইসরায়েলি বাহিনী। তাই ইসরায়েলের সকল পণ্য বয়কটসহ আগ্রাসনের তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে গণহত্যা বন্ধের দাবি জানান তারা।
সরোয়ার হোসেন কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত