মানুষের জান মালের নিরাপত্তা ও দেশের শৃঙ্খলা রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনী নিষ্ঠার সাথে দায়িত্ব ও কর্তব্য পালন করছে
সিলেটের জৈন্তাপুর
প্রেসক্লাব নেতৃবৃন্দ এবং অনলাইন প্রেসক্লাব সহ স্থানীয় প্রিন্ট-ইলেকট্রনিক মিডিয়ার কর্মরত সাংবাদিকদের সাথে
সেনা ক্যাম্প কমান্ডিং অফিসারের মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেলে হরিপুর সিলেট গ্যাস ফিল্ড সেনা ক্যাম্পের কনফারেন্স রুমে আয়োজিত মতবিনিময় সভায়
সেনা ক্যাম্পের কমান্ডিং অফিসার লেঃ কর্নেল সুজল কুমার কুন্ডু পিএসসি (২৭ বীর) মতবিনিময় সভায় বলেন,
দেশের শৃঙ্খলা রক্ষায় এবং মানুষের জানমালের নিরাপত্তা প্রদানে গ্রাউন্ড লেভেল-এ বাংলাদেশ সেনাবাহিনী সিভিল প্রশাসন সহ অন্যান্য বাহিনীর সাথে যৌথভাবে হরিপুর সিলেট গ্যাস ফিল্ড সেনা ক্যাম্প (২৭ বীর) ইউনিটের কার্য এরিয়াভুক্ত জৈন্তাপুর, গোয়াইনঘাট ও কানাইঘাট উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও উন্নতি এবং সীমান্তে অবৈধ চোরাচালান ব্যবসা বন্ধ করা সহ বিভিন্ন বিষয়ে দায়িত্ব ও কর্তব্য পালন করে যাচ্ছে।
সেনা ক্যাম্প কমান্ডিং অফিসার তিনি অত্র এলাকার সার্বিক উন্নয়ন সহ সমাজের সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তা, শান্তি ও শৃঙ্খলা রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনীর মাঠ পর্যায়ে তাদের কাজের পরিধি সংক্রান্ত বিষয়ে তিনি স্থানীয় সাংবাদিকদের মতামত ও সহযোগিতা কামনা করেন।
তিনি বলেন, ইনসাফ, ন্যায় ও সমতা ভিত্তিক এবং সমৃদ্ধিশালী জৈন্তিয়া অঞ্চল বিনির্মানে বাংলাদেশ সেনাবাহিনী অত্র এলাকার জনগণের পাশে রয়েছে।
সীমান্তে অবৈধ চোরাচালান ব্যবসা বন্ধ করা, মাদক সরবরাহ এবং গরু-মহিষ পাচার রোধকল্পে সেনাবাহিনী
কাজ করছে। গত ২৭ মার্চ রাতে হরিপুর বাজারে সেনাবাহিনীর উপর অনাকাঙ্ক্ষিত ঘটনার সাথে জড়িত প্রকৃত অপরাধীদের সনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করার কথা জানান।
তিনি বলেন, সেনাবাহিনী এই এলাকার জনগণের কল্যাণ ও সেবায় কাজ করছে। সিলেট তামাবিল জাফলং মহাসড়কের ফোর লাইন নির্মাণ প্রকল্প কাজ বাস্তবায়নে জনস্বার্থে ও যানজট নিরসনে রাস্তার পাশে অবৈধ ভাবে গড়ে ওঠা স্থাপনা অপসারণ কাজে সেনাবাহিনী স্থানীয় প্রশাসনের সাথে সহযোগিতা করে আসছে। সভায় সাংবাদিকরা সার্বিক বিষয়ে তাদের পরামর্শ ও মতামত ব্যক্ত করেন।
মতবিনিময় সভায় অত্র অঞ্চলের মানুষের কর্মসংস্থান সৃষ্টি’তে এবং বৈধভাবে অর্থনৈতিক উন্নয়নে কানাইঘাটের লোভাছড়া, জাফলং, শ্রীপুর, পাথর কোয়ারী ও সারী নদীর বালু মহাল সরজমিনে পরিদর্শন করে নদীর নাব্যতা রক্ষায় এসব কোয়ারী চালু করার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনে সেনাবাহিনীর সহযোগিতা কামনা করা হয়েছে।
সভায় জৈন্তাপুর প্রেসক্লাব সভাপতি নূরুল ইসলাম
গত ২৭ মার্চ রাতে হরিপুর বাজারে দেশপ্রেমিক সেনাবাহিনীর উপর অনাকাঙ্ক্ষিত ঘটনার বিষয়ে দুঃখ প্রকাশ করেন।
হরিপুর সিলেট গ্যাস ফিল্ড সেনা ক্যাম্প (২৭ বীর ইউনিট) বাংলাদেশ সেনাবাহিনীর মাঠ পর্যায়ে বিভিন্ন কাজের প্রশংসা করে তিনি সাংবাদিকদের পক্ষ থেকে তাদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
এসময় হরিপুর সিলেট গ্যাস ফিল্ড সেনা ক্যাম্পের (২৭ বীর) ইউনিটের ৪ জন সেনা অফিসার এবং দুইজন জেসিও উপস্থিত ছিলেন।