মাহমুদুল হাসান
সোহরাওয়ার্দী কলেজ প্রতিনিধি
৭ এপ্রিল ২০২৫, সোমবার—ফিলিস্তিনে চলমান নির্মম গণহত্যা, দমন-পীড়ন ও মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদে “গ্লোবাল স্ট্রাইক ফর গাজা” কর্মসূচির সাথে সংহতি জানিয়ে সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ (জিএসএসসি)-এর শিক্ষার্থীরা সকল ক্লাস ও পরীক্ষা বর্জন করে রাজপথে বিক্ষোভ মিছিলে অংশ নেয়।
সকাল ১১টা ৩০ মিনিটে কলেজ ক্যাম্পাস থেকে শুরু হওয়া মিছিলটি লক্ষীবাজার, কবি নজরুল সরকারি কলেজ, রায়সাহেব বাজার হয়ে আবার কলেজ ক্যাম্পাসের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
শিক্ষার্থীরা প্ল্যাকার্ড ও ব্যানার হাতে নিয়ে গাজার নিরীহ শিশু, নারী ও বেসামরিক মানুষের ওপর পরিচালিত ভয়াবহ আগ্রাসনের তীব্র নিন্দা জানান। তারা জাতিসংঘসহ বিশ্ব সম্প্রদায়ের কার্যকর হস্তক্ষেপ এবং অবিলম্বে যুদ্ধবিরতির দাবি জানান।
সমাবেশে শিক্ষার্থীরা বলেন, “ইসরায়েল গাজা ও রাফা সীমান্তে পাখির মতো গুলি করে ফিলিস্তিনিদের হত্যা করছে, যা মানবাধিকারের চরম লঙ্ঘন। পশ্চিমা বিশ্ব একদিকে যেমন মানবতার কথা বলে, অন্যদিকে এই নিপীড়নের বিরুদ্ধে নিরব দর্শকের ভূমিকা পালন করছে।”
সোহরাওয়ার্দী কলেজের সমাজকর্ম বিভাগের শিক্ষার্থী মোঃ হৃদয় হোসেন বলেন, “ফিলিস্তিনে চলমান গণহত্যা নিছক একটি যুদ্ধ নয়, এটি মানবতার বিরুদ্ধে নির্মম অপরাধ। আজ আমরা ‘গ্লোবাল স্ট্রাইক ফর গাজা’-র সাথে সংহতি জানিয়ে ক্লাস-পরীক্ষা বর্জন করেছি ও প্রতিবাদে রাজপথে নেমেছি। কারণ নিরীহ মানুষের রক্তের উপর নীরব থাকা মানেই অপরাধে অংশ নেওয়া। আমরা শিক্ষার্থীরা মানবতার পক্ষে সোচ্চার।”
শিক্ষার্থীরা জানান, ফিলিস্তিনে মানবিক বিপর্যয়ের মুহূর্তে চুপ থাকা মানেই অন্যায়ের পক্ষে অবস্থান নেওয়া। বিশ্ব বিবেককে জাগ্রত করতে এবং শান্তিপূর্ণ প্রতিবাদের মাধ্যমে ন্যায়বিচারের পক্ষে দাঁড়াতেই তারা এই কর্মসূচির অংশ হয়েছেন।