রফিকুল ইসলাম রফিক, কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামে পৃথক অভিযানে নগদ টাকা ও জুয়ার সরঞ্জামসহ ১২ জুয়াড়িকে আটক করেছে পুলিশ।
রবিবার (০৬ এপ্রিল) জেলার রাজারহাট ও চিলমারী উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তসলিম উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে জুয়া খেলার সরঞ্জামাদি ও নগদ ২৪ হাজার ৩৫০ টাকাসহ ৬ জুয়াড়িকে আটক করা হয়েছে।
রবিবার রাতে উপজেলার চাকিরপশার ইউনিয়নের নবগ্রাম পদ্মার পাড় বিলে মধ্যে জুয়া খেলারত অবস্থায় তাদের আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়েরের পর আজ সোমবার তাদের কুড়িগ্রাম জেলহাজতে পাঠানো হয়েছে।
এদিকে চিলমারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুশাহেদ খান জানান, রবিবার রাতে উপজেলার রমনা মডেল ইউনিয়নের জোড়গাছ পুরাতন বাজার এলাকায়
দুজন ও বালাবাড়ি মোড় এলাকা থেকে আরো চারজন জুয়াড়িকে আটক করা হয়েছে। এসময় তিন হাজার ৮০০ টাকাসহ খেলার সামগ্রী জব্দ করা হয়। আটক জুয়ারিদের
কুড়িগ্রাম জেলহাজতে পাঠানো হয়েছে।