হাবিবুর রহমান সম্রাট তালুকদার উপজেলা প্রতিনিধিঃ
টাঙ্গাইলের ভূঞাপুরে মজলুম জননেতা সাবেক উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু ও কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু ভাইয়ের নির্দেশে অটো-টেম্পু-সিএনজি শ্রমিকদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়।
৩০ মার্চ রবিবার সকালে উপজেলার বাসস্ট্যান্ড গোল চত্ত্বর এলাকায় অটো-টেম্পু-সিএনজি শ্রমিক ইউনিয়ন ভূঞাপুর শাখার সভাপতি-সম্পাদকের উদ্দ্যোগে এ আয়োজন করা হয়।
এতে উপজেলা যুবদলের আহ্বায়ক ও টাঙ্গাইল জেলা অটো-টেম্পু-সিএনজি শ্রমিক ইউনিয়ন ভূঞাপুর শাখার সভাপতি খন্দকার জুলহাস আলমের সভাপতিত্বে এবং পৌর যুবদলের আহ্বায়ক ও অটো-টেম্পু-সিএনজি শ্রমিক ইউনিয়ন ভূঞাপুর শাখার সাধারণ সম্পাদক রাশেদুল আলম সেলিমের সঞ্চালনায় উপস্থিত ছিলেন, উপদেষ্টা খন্দকার আয়নাল হক, কার্যকরী সভাপতি ইসমাইল হোসেন, সহ-সভাপতি শওকাত।
আরো উপস্থিত ছিলেন, ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি রিপন তালুকদার, বাস শ্রমিক সমিতির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান খান পাপ্পু, সহ-সভাপতি খন্দকার হাফেজ, মঞ্জু চৌধুরী, যুগ্ম সম্পাদক মনজুর রহমান, মাইক্রো বাস শ্রমিক সমিতির সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান হিমন তালুকদার, পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খন্দকার লিমন, সদস্য সিয়াম তালুকদার ও ইশতিয়াক তালুকদার প্রমুখ।
ভূঞাপুর অটো-টেম্পু-সিএনজি শ্রমিক ইউনিয়ন সভাপতি খন্দকার জুলহাজ আলম বলেন, মজলুম জননেতা সাবেক উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু ও কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু ভাইয়ের নির্দেশে সকল শ্রমিকদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়।