সুরুজ্জামান রাসেল গাজীপুর প্রতিনিধি:
গাজীপুরের কোনাবাড়ীতে রোববার (৩০ মার্চ) সকাল পৌনে ৮টার দিকে গাজীপুরের চৌরাস্তা থেকে আসা তাকওয়া পরিবহনের একটি বাস ও অপর দিক থেকে আসা অটোরিকশার সংঘর্ষে এক নারীসহ তিনজন নিহত ও দুইজন আহত হয়েছেন। তাৎক্ষণিক ভাবে নিহতদের নাম পরিচয় জানা যায়নি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা য়ায়, সকালে কোনাবাড়ী এলাকায় এই সংঘর্ষে অটোরিকশায় থাকা পাঁচ জন যাত্রী গুরুতর আহত হলে তাদেরকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে এক নারীসহ তিনজন নিহত হন।
এ বিষয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ডিসি (ট্রাফিক) আশরাফুল ইসলাম বলেন, কোনাবাড়িতে তাকওয়া নামক বাস ও অটোরিকশার মধ্যে একটি গুরুতর সংঘর্ষ হয়েছে। এতে এক নারীসহ তিনজন নিহত হয়েছেন।
তিনি আরও বলেন, নিহতদের মরদেহ উদ্ধার করে শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।