হাবিবুর রহমান সম্রাট তালুকদার উপজেলা প্রতিনিধি
টাঙ্গাইলের ভূঞাপুরে বাংলাদেশ জমিয়তে ইসলাম, যুব জমিয়ত ও ছাত্র জমিয়তের উদ্যোগে আলোচনা সভা, দোয়া মাহফিল ও ইফতার অনুষ্ঠিত হয়।
২৮ মার্চ শুক্রবার উপজেলার দেওয়ানবাড়ী বাহাতুন্নিসা বাইতুল উলুম মাদ্রাসায় এ আয়োজন করা হয়।
এ সময় আলহাজ্ব হাফেজ মাওলানা মুফতি শহিদুল ইসলাম আন্দিপুরীর সভাপতিত্ত্বে প্রধান ছিলেন জমিয়তে ওলামায়ে ইসলামের টাঙ্গাইল জেলা সাংগঠনিক সম্পাদক মুফতি রফিকুল ইসলাম, প্রধান মেহমান ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম ভূঞাপুর থানার উপদেষ্টা আলহাজ্ব হাফেজ মাওলানা মাহফুজুর রহমান।
বিশেষ অতিথি ছিলেন, যুব জমিয়ত টাঙ্গাইল জেলা সভাপতি হাফেজ মাওলানা আতাউর রহমান মারুফ, সহ-সভাপতি মাওলানা নুরুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মুফতি ছাব্বির আহমাদ, সহ সাধারণ সম্পাদক হাফেজ এমদাদুল্লাহ, সাংগঠনিক সম্পাদক মুফতি হাবিবুর রহমান, প্রচার সম্পাদক মাওলানা মাহদী হাসান শিবলী, অর্থ সম্পাদক এনামুল হক, অর্থ সম্পাদক হাফেজ ওমর ফারুক, সমাজসেবা সম্পাদক মাওলানা এরশাদ, ছাত্র বিষয়ক সম্পাদক মাওলানা আব্দুল লতিফ সহ অন্যান্য নেতৃবৃন্দ।
উক্ত অনুষ্ঠানে জমিয়তে উলামায়ে ইসলাম টাংগাইল জেলা শাখা সাংগঠনিক সম্পাদক মুফতি রফিকুল ইসলাম কে আগামী সংসদ নির্বাচনে টাঙ্গাইল-২ (ভূঞাপুর-গোপালপুর) আসনে খেজুর গাছ প্রতীকে এমপি প্রার্থী হিসেবে নাম প্রকাশ করেন।