রফিকুল ইসলাম রফিক, কুড়িগ্রাম প্রতিনিধি
কুড়িগ্রামের দিয়াডাঙ্গা সীমান্তে ১৯২৫ পিচ ইয়াবা ও নগদ টাকাসহ সামিউল (৪০) নামের এক মাদক কারবারিকে আটক করেছে বিজিবি।
রবিবার (২৩ মার্চ) রাত ৯ টায় ভূরঙ্গামারী উপজেলার পাথরডুবি ইউনিয়নের দিয়াডাঙ্গা সীমান্তে ওই মাদক কারবারিকে আটক করা হয়। আটক সামিউল ওই ইউনিয়নের বাঁশজানী গ্রামের খয়বার আলীর ছেলে।বিজিবি জানায়, গোপন তথ্যের ভিত্তিতে দিয়াডাংগা সীমান্ত মেইন পিলার নম্বর-৯৭৯ দিয়ে ভারত থেকে বাংলাদেশে মাদক পাচারের উদ্দেশ্যে এক ব্যক্তি মোটর সাইকেলযোগে বাঁশজানি হতে ময়দান কলেজের দিকে আসতে দেখে। পরে মোটর সাইকেল আরোহীর আচরণ সন্দেহজনক হওয়ায় থামাতে বললে সে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে টহলদল তাকে ঘেরাও করে আটক করতে সক্ষম হয়। এসময় তার সঙ্গে থাকা শপিং ব্যাগ থেকে ১,৯২৫ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট,৩ লক্ষ ২৪ হাজার ৫০ টাকা, একটি ১০০ সিসি ডিসকভার মোটরসাইকেল উদ্ধার করে। আটক ব্যক্তিকে মাদকদ্রব্য পাচারের দায়ে ভূরঙ্গামারী থানায় হস্তান্তর করা হয়।
কুড়িগ্রাম ব্যাটালিয়নের (২২ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক, পিএসসি বলেন মাদকদ্রব্য পাচার রোধে সীমান্তে বিজিবি’র অভিযান চলমান রয়েছে।