স্টাফ রিপোর্টার
শনিবার (২২মার্চ) বিকাল ৪টায় ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স বাংলাদেশ (আইডিইবি) তে সংগঠনের আহবায়ক, প্রতিষ্ঠাতা সভাপতি এ্যাডভোকেট মাও. রুহুল আমিন এর সভাপতিত্বে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সংগঠনের সদস্য সচিব, প্রতিষ্ঠাতা সাধারন সম্পাদক ইবাদুল ইসলাম বাদল এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী আজমাত গ্রুপের চেয়ারম্যান, ড. মোঃ আতহার উদ্দিন, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত সাবেক যুগ্ম সচিব এ, কে এম জব্বার ফারুক,পরিকল্পনা মন্ত্রনালয়ের যুগ্ম সচিব সামিমুজ্জামান ফিরোজ, বিশিষ্ট মনরোগ বিশেষজ্ঞ প্রফেসর ডা. মেজর ওহাব মিনার, সাবেক জেলা ও দায়রা জজ এম এ রব হাওলাদার, রেডিসন গ্রপের চেয়ারম্যান মোঃ মজিবুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন ইফতার মাহফিল আয়োজন কমিটির আহবায়ক মোঃ শফিকুল ইসলাম জাহিদ, সদস্য সচিব এ্যাডভোকেট কাজী গোলাম মোস্তফা সহ ঢাকায় বসবাসরত বিভিন্ন শ্রেনী পেশার মানুষ এ ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত হয়। ইফতারের পূর্বে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া মোনাজাত করা হয়।