এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি।।
কুমিল্লা দাউদকান্দির পৌরসদরের কাঠবাজার এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৪জনকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী।
শনিবার (২৩ মার্চ) গভীর রাতে দাউদকান্দি পৌরসদরের কাঠবাজার সংলগ্ন খাদ্য গুদামের সামনে থেকে তাদেরকে আটক করে যৌথবাহিনী।
আটককৃত আসামিরা হলেন, জেলার দাউদকান্দি পৌরসদরের সতানন্দি গ্রামের নাছির খানের ছেলে লামিম খান (২১), পশ্চিম মাইজপাড়া গ্রামের মামুন মিয়ার ছেলে রিফাত হোসেন (২২), উত্তর নছুরুদ্দী গ্রামের মজিবুর রহমানের ছেলে রাহিম (১৯) ও মুন্সীগঞ্জ জেলার গজারিয়া উপজেলার ভাসারচর গ্রামের মোজাম্মেল হোসেনের ছেলে সাব্বির আহম্মেদ (২৯।
যৌথবাহিনী সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার গভীর রাতে দাউদকান্দি পৌরসদরের কাঠবাজার সংলগ্ন খাদ্য গুদামের সামনে ডাকাতির প্রস্তুতিকালে যৌথ বাহিনীর বিশেষ অভিযানে দেশীয় অস্ত্রসহ ৪ ডাকাতকে গ্রেফতার করা হয়। এসময় তাদের দেহ তল্লাশি করে একটি চাপাতী, ৩টি ছোরা উদ্ধার করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমিল্লা দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী জানান ,আটককৃত আসামিদের বিরুদ্ধে থানায় মামলা দায়ৈর শেষে রবিবার দুপুরে কুমিল্লা আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে তিনি জানান।