হাবিবুর রহমান সম্রাট তালুকদার উপজেলাপ্রতিনিধি:
টাঙ্গাইলের ভূঞাপুরে শুকরের বাচ্চার নিয়ে বিএনপি-আওয়ামীলীগ নেতাদের মধ্যে সংঘর্ষে দুই বিএনপি নেতা আহত হয়েছে।
বুধবার (১৯ মার্চ) রাতে উপজেলার কুঠিবয়ড়া হাট এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় গাবসারা ৯ নং ওয়ার্ড বিএনপির সভাপতি শফিকুল ইসলাম ও ৯ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক তোতা মোল্লা আহত হন। আহতরা ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন।
আহত শফিকুল ইসলাম জানান, কয়েকদিন আগে প্রায় শতাধীক শুকর নিয়ে উপজেলার কুঠিবয়ড়া যমুনানদীর তীরবর্তি দিয়ে যাচ্ছিল সেখান থেকে একটি শুকর ছুটে আলমগীর মোল্লার বাড়ির পাশে গিয়ে কয়েকটি বাচ্চা প্রসব করে। পরে বাচ্চাসহ শুকরটি পার্শ্ববর্তী বাগদিবাড়িতে আলমগীর মোল্লার ভাতিজা আশিক মোল্লা শুকরসহ বাচ্চাগুলো এক হিন্দু পরিবারের কাছে বিক্রি করে দেয়। শুকরের মালিক বিষয়টি জেনে স্থানীয়দের নিকট বিচার দাবি করেন। এসময় ওয়ার্ড বিএনপি নেতা শফিকুল ইসলাম (শফি ফকির) আওয়ামীলীগ সমর্থীত আশিক মোল্লা ও লিয়াকত মোল্লাকে ডেকে শুকর বিক্রি করায় শ্বাশান। একপর্যায়ে দুপক্ষের মধ্যে দফায় দফায় মারামারি সংঘঠিত হয়। এতে ওয়ার্ড বিএনপির সভাপতি শফি ফকির ও সাধারণ সম্পাদক তোতা মোল্লা আহত হয়। পরে উদ্ধার করে তাদেরকে উপজেলা হাসপাতালে ভর্তি করানো হয়।
এ বিষয়ে ভূঞপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) একেএম রেজাউল করিম জানান,
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ বিষয়ে অভিযোগ পেয়েছি, তদন্ত করে এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।