1. news@uthsoberalo.com : উৎসবের আলো : উৎসবের আলো
  2. info@uthsoberalo.com : দৈনিক উৎসবের আলো : দৈনিক উৎসবের আলো
  3. info@www.uthsoberalo.com : উৎসবের আলো :
বুধবার, ০৯ এপ্রিল ২০২৫, ১০:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
গাজায় নির্মম গণহত্যা-মানবতাবিরোধী আগ্রাসনের বিরুদ্ধে জয়পুরহাটে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ। সদর উপজেলার কর্মকর্তাদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময়। গাজায় সংঘটিত হওয়া গণহত্যার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্লাস পরীক্ষা বর্জন। গাজীপুরে পল্লীমা মডেল স্কুল এন্ড কলেজের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠিত। জৈন্তাপুরে সাংবাদিকদের সাথে সেনা ক্যাম্প কমান্ডিং অফিসারের মতবিনিময়। রায়পুরায় ষষ্ঠ শ্রেণির দুই ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ। কুমিল্লা নগরীর কেএফসি ভাঙচুরের ঘটনায় মামলা দায়ের, আটক-৩। মৌলভীবাজারে লুটপাট করে কেউ ছাড় পাবে না- পুলিশ সুপার। বীরগঞ্জে শয়ন কক্ষ থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার। বোচাগঞ্জে প্রিয় নবী হযরত মোহাম্মদ (সাঃ)কে ফেসবুকে কটুক্তিকারী শুভজিৎ গ্রেফতার।

ভূঞাপুরে রাতের আঁধারে সড়ক ঢালাই, প্রতিবাদ করায় মারধরে যুবদল নেতার।

উৎসবের আলো
  • প্রকাশিত: বুধবার, ১৯ মার্চ, ২০২৫
  • ২৯৩ বার পড়া হয়েছে

 

হাবিবুর রহমান সম্রাট তালুকদার উপজেলা প্রতিনিধি

মঙ্গলবার (১৮ মার্চ) রাত ৯টার দিকে টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার ফলদা ইউনিয়নের মাইজবাড়ী এলাকায় রাতের আঁধারে নিম্নমানের উপকরণ ব্যবহার করে তড়িঘড়ি করে ঢালাই দিচ্ছিলেন ঠিকাদারের লোকজন এ সময় ভিডিও ধারণ করতে গেলে স্থানীয় যুব দলের নেতা ইসাক সরকারের নেতৃত্বে রেজাউল করিম নামের এক যুবককে মারধোরের অভিযোগ ওঠেছে। খোঁজ নিয়ে জানাযায়, ৫ লাখ টাকা অর্থায়নে মাইজবাড়ী এলাকায় ৩০০ মিটার একটি গ্রামীণ রাস্তার কাজ করছিলেন গোপালপুর উপজেলার আলমনগর ইউনিয়নের ঠিকাদার মোতালেব হোসেন (দুলাল)। রাতের আঁধারে নিম্নমানের উপকরণ ব্যবহার করে নিয়মবহির্ভূতভাবে তড়িঘড়ি করে আরসিসি ঢালাই দেওয়া হয়। স্থানীয়রা বিষয়টি দেখে বাধা দিলে ঠিকাদার পক্ষের কর্মীরা উত্তেজিত হয়ে ওঠেন। পরে ওই এলাকার যুবদলের সভাপতি ইসহাক সরকারের নেতৃত্বে সাধারণ সম্পাদক আব্দুল আলীমসহ একদল লোক তাদের ওপর চড়াও হয়ে নানাভাবে হুমকি দেয়। এসময় রাস্তার ভিডিও করতে গেলে রেজাউল করিম নামে এক যুবককে বেধড়ক মারধর করা হয়।
ভুক্তভোগী রেজাউল করিম বলেন, ‘আমরা ভালো কাজ চাই বলে প্রতিবাদ করেছিলাম। নিম্নমানের নির্মাণ সামগ্রী এবং ঢালাইয়ের পরিমাণ কম দিয়ে রাতের আঁধারে রাস্তার কাজ করছিলেন তারা। আমরা এলাকাবাসী প্রতিবাদ করি এবং আমি ভিডিও করতে গেলে ওয়ার্ড যুবদলের সভাপতি এসহাক ও সম্পাদক আলীম আমার ওপর আক্রমণ করে, আমাকে মারধর করে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার প্রস্তুতি চলছে।
এদিকে এ ঘটনার একাধিক ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। এক ভিডিওতে দেখা যায়, রাতের অন্ধকারে তাড়াহুড়া করে সড়কের ঢালাই করছিলেন ঠিকাদারের লোকজন। আরেকটি ভিডিওতে দেখা যায়, অনিয়মের প্রতিবাদ করায় ২৪ ঘন্টার মধ্যে প্রতিবাদকারীদের পুলিশ দিয়ে গ্রেফতারের হুমকি দিচ্ছেন ঠিকাদারের লোকজন। এছাড়া অকথ্য ভাষায় গালিগালাজসহ নানা হুমকিও দেওয়া হয়।
এ বিষয়ে জানতে চাইলে অভিযোগ অস্বীকার করে যুবদল নেতা ইসহাক সরকার বলেন, তেমন কিছুই হয়নি। একটু জোরে জোরে কথা কাটাকাটি হইছে তাই ভাবছে মারামারি। আসলে কিছু হয়নি।
এ বিষয়ে ফলদা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আবু সাঈদকে মোবাইলে কল করলে তিনি ব্যস্ততা দেখিয়ে বিষয়টি এড়িয়ে যান ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা পপি খাতুন জানান, খবর পেয়ে আমি সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছি। রাতের আঁধারে কাজটি ভালো করেনি। সেখানে কিছু নিম্নমানের উপকরণ আছে। নির্ধারিত সময় এবং নিয়মানুযায়ী কাজ না করলে ওই ঠিকাদারকে বিল দেওয়া হবে না সেইসঙ্গে ঠিকাদারি প্রতিষ্ঠানকে কালো তালিকায় রাখা হবে।

এ বিষয়ে ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম রেজাউল করিম মুঠোফোনে বলেন, মারধরের বিষয়টি জানা নেই, এ নিয়ে এখন পর্যন্ত কেউ অভিযোগও দেয়নি। অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট