সাকিব আসান
প্রতিনিধি,পীরগঞ্জ, (ঠাকুরগাও)
পীরগঞ্জ উপজেলার পূর্ব চৌরাস্তা হতে দক্ষিণদিক হয়ে পূর্ব দিকে বোচাগঞ্জ রোডে প্রায় ৩ কি:মি: দূরে সাগুনি শালবন অবস্থিত। সাগুনী শালবনের পূর্ব পাশ দিয়ে ঘেষে গেছে টাংগন নদী। শালবনের উত্তর পার্শ্বে পাকা সড়ক দিয়ে নদীর উপর ব্রিজ। আর ব্রিজ সংলগ্ন ব্রিজের দক্ষিণ পার্শ্ব রাবার ড্যাম স্থাপন করা হয়েছে। শালবনের দক্ষিণে পূর্ব-পশ্চিম দিয়ে রেল লাইন অবস্থিত। উক্ত ব্রিজের উপর দিয়ে রেল লাইন অবস্থিত। এই লাইন দিয়ে ট্রেন চলাচল করে। চমকপ্রদ বিষয় হচ্ছে উত্তরে পূর্ব-পশ্চিম হয়ে পাকা রাস্তা এবং দক্ষিণে পূর্ব-পশ্চিম হয়ে ট্রেনের লাইন। দু পাশ্বে দুটি ব্রিজ। শালবনের পূর্বে সর্পিলাকার নদী। নদীতে রাবার ড্যাম।
পীরগঞ্জ উপজেলার পূর্ব চৌরাস্তা হতে দক্ষিণদিক হয়ে পূর্ব দিকে বোচাগঞ্জ রোডে প্রায় ৩ কি:মি: দূরে সাগুনি শালবন অবস্থিত।
প্রায় ৬৫ একর জমির উপর বিস্তৃত পীরগঞ্জের এই সংরক্ষিত শালবন।কিন্তু চিন্তার বিষয় হল এই শালবন সময়ের সাথে সাথে নিজের অস্তিত্ব টিকিয়ে রাখতে সংগ্রাম করে যাচ্ছে। বনের ঘনত্ব বছরে বছরে কমছে।উপরন্তু, নদীর স্রোত শালবনের মাটি ভাসিয়ে নিয়ে যাচ্ছে। এর ফলে শালগাছের শিকড় বেরিয়ে পড়ছে এবং গাছগুলো মারা যাচ্ছে। প্রতিবছর নদীর খরস্রোত এই শালবনটিকে আহত করে। নদীর দু’ধারে গাইড বাঁধ দিলে দীর্ঘস্থায়ী ক্ষতি হতে শালবনকে বাঁচানো সম্ভব হবে।
নাম প্রকাশে অনিচ্ছুক, বন বিভাগের এক কর্মকর্তা জানান যে সাগুনী শালবনে টি-বাঁধ নির্মাণের রূপরেখা তৈরি করা হয়েছে। বন বিভাগের উর্ধ্বতন কর্তৃপক্ষ রূপরেখা বাস্তবায়নের নিমিত্তে সবকিছুর পরিমাপ নথিবদ্ধ করেছেন।