সাকিব আহসান
প্রতিনিধি,পীরগঞ্জ, ঠাকুরগাঁও
পীরগঞ্জ পৌরশহরে ঘনবসতিপূর্ণ আবাসিক এলাকা রয়েছে যেখানে অনেক ঘিঞ্জি অলিগলি রয়েছে। ওই অলিগলিতে ল্যাম্পপোস্ট নেই। এই সুযোগটিই নিচ্ছে ছিচকে চোর,ছিনতাইকারীরা।
নাম প্রকাশে অনিচ্ছুক ভুক্তভোগী জানান,”আমি শপিং করে বাসায় ফিরছিলাম,হঠাৎ এক মোটরসাইকেল এসে আমার ‘প্রাইভেট পার্টে’ হাত দিয়ে চলে গেল।সবকিছু এত দ্রুত ঘটে গেল যে আমি অন্ধকারের মধ্যে কিছুই বুঝে উঠতে পারিনি।”
পীরগঞ্জ পৌরশহরের এরকম দশ পনেরটি গলি রয়েছে যেখানে আলোর ব্যাবস্থা নেই এবং অপরাধের ‘গ্রীন জোন’ হিসেবে তৈরি হয়েছে। পৌরশহরের নাগরিকরা সন্ধ্যার পর ওই অনিরাপদ রাস্তাগুলোর মধ্য দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী পৌরনাগরিকদের নিরাপত্তার বিষয়টি বিশেষ বিবেচনায় এবং যথাযথ পদক্ষেপ নিলে নগরবাসী স্বস্তি পাবে বলে আশা করা যায়।