সিলেট অফিস :
সিলেটে নানা শ্রেনীপেশার প্রতিনিধিত্বশীল বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক।
বুধবার (১২ মার্চ) সন্ধ্যায় সিলেটের বিমানবন্দর এলাকার পাঁচ তারকা গ্র্যান্ড সিলেট হোটেল অ্যান্ড রিসোর্টে যুক্তরাজ্য হাইকমিশন ইফতার মাহফিলের আয়োজন করে।
অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত বৃটিশ হাইকমিশনার সারাহ কুক ছাত্র-জনতার আন্দোলনকে সম্মান জানিয়ে বলেন, ‘আমরা ছাত্রদের সাহসিকতা ও শান্তিপূর্ণ প্রতিবাদকে সম্মান জানাই। এ ধারাবাহিকতায় নিশ্চয়ই বর্তমান অন্তর্বর্তী সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, সুশাসন এবং জাতীয় ঐক্য প্রতিষ্ঠায় অবদান রাখবে।’
অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতা, আইনজীবী, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।
এসময় সারাহ কুক মন্তব্য করেন,যুক্তরাজ্যের অর্থনীতিতে সিলেট অঞ্চলের মানুষের অবদান খুবই মূল্যবান। তিনি বলেন, বাংলাদেশ হচ্ছে যুক্তরাজ্যের দীর্ঘদিনের বন্ধু ও সহযোগী। সিলেটের কারণে দুই দেশের মধ্যকার সম্পর্ক দিন দিন আরও সুদৃঢ় হচ্ছে।
বাংলাদেশের সমৃদ্ধ গণতান্ত্রিক ভবিষ্যৎ প্রত্যাশা করেন সারাহ কুক।
তিনি জানান, সিলেটে গত প্রলয়ংকরী বন্যায় ব্রিটিশ সরকার সাড়ে সাত কোটি টাকা অনুদান এবং ৫০ হাজার ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীকে সহযোগিতা করেছে। পাশাপাশি জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি মোকাবিলায়ও বাংলাদেশ সরকারকে অর্থায়ন করেছে ব্রিটিশ সরকার। যুক্তরাজ্য ও সিলেট কীভাবে ঘনিষ্ঠ সম্পর্ক আরও জোরদার করতে পারে, এর ওপরও গুরুত্বারোপ করেন তিনি।
ইফতার মাহফিলে সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী, সিলেটের বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী, পুলিশের সিলেট রেঞ্জের ডিআইজি মুশফেকুর রহমান, জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ, পুলিশ কমিশনার রেজাউল করিম, পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমান, বিএনপির কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য কলিম উদ্দিন আহমদ মিলন, জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী, সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটির উপাচার্য মোহাম্মদ জহিরুল হক, সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি সরওয়ার আহমদ চৌধুরী আবদাল ও সাবেক সভাপতি এমাদ উল্লাহ শহীদুল ইসলাম, আইনজীবী সৈয়দা শিরিন আক্তার, সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরী, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, সিলেট এম এ জি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমদ প্রমুখ উপস্থিত ছিলেন।
সিলেটে ‘সুস্বাস্থ্যের জন্য ফলিত
পুষ্টি’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
সিলেট অফিস:
সিলেটে ‘সুস্বাস্থ্যের জন্য ফলিত পুষ্টি’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ প্রতিষ্ঠান (বারটান), কৃষি মন্ত্রণালয়ের অধীনে সুনামগঞ্জ বারটান আঞ্চলিক কার্যালয়ের উদ্যোগে বৃহস্পতিবার দুপুরে ডিএই সিলেটের সম্মেলন কক্ষে এই সেমিনার অনুষ্ঠিত হয়।
সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আনোয়ারুজ্জামানের সভাপতিত্বে সেমিনারে
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কৃষি সম্প্রসারন অধিদপ্তর সিলেট অন্চলের অতিরিক্ত পরিচালক বিমল চন্দ্র সোম।
মূল প্রবন্ধ উপস্থাপন করেন বারটান প্রধান কার্যালয়ের উর্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা ফারজানা রহমান ভূইয়া।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,
কৃষি সম্প্রসারন অধিদপ্তর সিলেট এর উপ পরিচালক (ভারপ্রাপ্ত) দীপক কুমার দাস,
জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মিজানুর রহমান মিয়া।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বারটান আঞ্চলিক কার্যালয় সুনামগঞ্জের আন্চলিক প্রধান মুশফিকুস সালেহীন।
বক্তারা সুষম ও বৈচিত্রপূর্ণ খাদ্যাভাস ও মেধা সম্পুর্ন জাতি গড়তে সুষম খাদ্য গ্রহণের কোনো বিকল্প নেই বলে উল্লেখ করেন। সুষম খাদ্য গ্রহণের তথ্যগুলো পাঠ্য পুস্তকে ও গণমানুষের মাঝে ছড়িয়ে দেয়ার উদাত্ত আহবান জানান তারা। বক্তারা আরও বলেন, স্বাস্থ্যই সুখের মূল, সুস্বাস্থ্যের জন্য সবাইকে খাদ্যাভাসের বিষয়ে সচেতন হতে হবে।
সেমিনারে ভোক্তা সংরক্ষণ কর্মকর্তা, নিরাপদ খাদ্য অধিদপ্তরের কর্মকর্তা সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
এস এ শফি, সিলেট।