নিজস্ব প্রতিবেদক : কেরানীগঞ্জ মডেল থানাধীন সোনাকান্দার দুলাল মাতবরের বাড়ীর নিচে গ্যারেজ থেকে সাদা রংয়ের প্রাইভেট কার চুরি হয়েছে বলে
জানা গেছে।
জাহাঙ্গীর আলম (৪৭) পিতা মৃত আলাউদ্দিন বাদী হয়ে কেরানীগঞ্জ মডেল থানায় একটি অভিযোগ দাখিল করেন। অভিযোগে তিনি বলেন। গত১০/৩/২৫ তারিখ সন্ধ্যা ৬ টায় ড্রাইভার গাড়ি গ্যারেজ করে আমাকে চাবী বুঝিয়ে দিয়ে যায়।পরের দিন সকালে ৮ টায় গ্যারেজে ড্রাইভার হ্নদয় গিয়ে দেখে উক্ত স্থানে গাড়িটি নাই।পরে সে আমাকে কল করে জানায়।
এরপর এলাকার বিভিন্ন স্থানে খোজাখুজি করে না পেয়ে থানায় অভিযোগ দায়ের করি।গাড়িটি টয়োটা পিয়াস গাড়ি নং ঢাকা মেট্রো গ ১৬৭৬১৬