মোঃ খাদেমুল ইসলাম,
পঞ্চগড় জেলা প্রতিনিধি:
পঞ্চগড় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) অভিযানে পুলিশ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
সোমবার( ১০মার্চ ) দুপুরে আটোয়ারি
থানাধীন তোরিয়া ইউনিয়নের
ডিবির অভিযানে এসআই/মোঃ আবু হোসেন এর নেতৃত্বে, এস আই, নিমাত নুর চৌধুরী, এএসআই/ কাইউম আলী, এ এস আই মোশাররফ হোসেন ও সঙ্গীয় ফোর্সসহ পঞ্চগড় আটোয়ারী থানাধীন তোরিয়া ইউনিয়নের চার নম্বর ওয়ার্ডের সুখ্যাতি মৌজার জনৈক জয়নাল এর ভুট্টা ক্ষেতের সামনে পাকা রাস্তার উপর হইতে ধৃত আসামী ১। সাইদুল ইসলাম (৩২), পিতাঃ ফয়জুল ইসলাম, সাং ছেপরাঝার, থানা – আটোয়ারী, জেলা – পঞ্চগড়কে ৩০ (ত্রিশ) বোতল নেশা জাতীয় মাদক দ্রব্য কোডিন যুক্ত ফেনসিডিল সহ গত ইং ১০/০৩/২০২৫ তারিখ ১৩.৪৫ ঘটিকার সময় গ্রেফতার করা হয়। এ বিষয়ে আটোয়ারী থানায় মামলা রুজু করা হয়েছে।