মোঃ লতিফুল ইসলাম (ফুল), বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃ
আমার সোনার বাংলায় ধর্ষকের ঠাই নেই। শ্লোগানে মুখরিত হয়ে উঠে বোচাগঞ্জ উপজেলার সেতাবগঞ্জ পৌর শহর। শত শত শিক্ষার্থীর কন্ঠে তুমি কে আমি কে , আছিয়া আছিয়া,দেশ ব্যাপী সংঘঠিত ধর্ষনের বিরুদ্ধে ও ধর্ষকের সর্বোচ্চ শাস্তি দ্রুত বাস্তবায়নের দাবিতে দিনাজপুরের বোচাগঞ্জে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।সোমবার (১০ মার্চ) সকালে সম্মিলিত কোচিং পরিবারের ব্যানারে এ কর্মসূচি পালিত হয়। এতে বিভিন্ন কোচিং সেন্টারের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সকাল ১১ টায় সেতাবগঞ্জ বড় মাঠ থেকে বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা। এ সময় ধর্ষণ বিরোধী বিভিন্ন শ্লোগান দেন মিছিলকারীরা। মিছিলটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারে এসে মিলিত হয়। এরপর সেখানে অনুষ্ঠিত হয় এক প্রতিবাদ সমাবেশ। সমাবেশে ছাত্রজনতার পক্ষে বক্তব্য রাখেন, জেমি আক্তার, মোঃ রিফাতুজ্জামান রিফাত,মোঃ ঈশান আল মাহমুদ, মোঃ মাহদী আল মুবিন, মোঃ সেলিম পারভেজ, বিজয় দেবশর্মা, মোঃ মিরাজুল ইসলাম, হাসিবুল ইসলাম, মোঃ জাহিদুল ইসলাম, মাহবুব হোসেন প্রমুখ। বক্তারা দ্রুত ও কঠোর শাস্তির দাবি জানিয়ে বলেন, যদি ধর্ষকদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করা না হয়, তাহলে এই সহিংসতা কখনো বন্ধ হবে না।