সাইফুল ইসলাম, লোহাগাড়া (চট্টগ্রাম):-
বাংলাদেশ ফরেস্টার্স অ্যাসোসিয়েশনের ( বিএফএ) চট্টগ্রাম আঞ্চলিক কমিটি গঠন করা হয়েছে। শনিবার (৮ মার্চ) চট্টগ্রাম নগরীর এক কনভেনশন হলে বর্ধিত সভা ও ইফতার মাহফিলে কনক বড়ুয়ার সভাপতিত্বে, প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির আহব্বায়ক আমিরুল হাছান বিশেষ অতিথি হিসাবে ছিলেন সদস্য সচিব খাঁন জুলফিকার আলী, যুগ্ন আহবায়ক নাজমুল হাসান কেন্দ্রীয় নেতা নূরে আলম হাফিজ ও আব্দুল মান্নান, ঢাকা কেন্দ্রীয় অঞ্চলের সাধারণ সম্পাদক মন্জুরুল ইসলামসহ ঢাকা থেকে আগত কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও চট্টগ্রাম অঞ্চলের সংগ্রামী নেতৃবৃন্দ ও সদস্যের সম্মতিতে এই আঞ্চলিক কমিটি গঠন করা হয়েছে।
বর্ধিত সভায় বিএফএর কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী চট্টগ্রাম অঞ্চলের সদস্যদের সম্মতিতে দুই বছরের জন্য এ কমিটির অনুমোদন দেওয়া হয়। ৩১ সদস্য বিশিষ্ট কমিটিতে সভাপতি করা হয়েছে মোঃ সরওয়ার জাহান, সাধারণ সম্পাদক করা হয়েছে শাহানশাহ নওশাদ এবং সাংগঠনিক সম্পাদক করা হয়েছে হাবিবুল হক সুমনকে।
জুয়েল চৌধুরী ও এমদাদুল হকের সঞ্চালনায় এ বর্ধিত সভা ও ইফতার মাহফিল দুপুর ২টা থেকে অনুষ্ঠিত হয়ে রাত ৯.০০ টায় সমাপ্তি ঘটে।
শহীদ ফরেস্টার ইউসুফ ও সাজ্জাদুজ্জামান রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও এক মিনিট নিরবতা পালন করা হয়। এসময় বক্তারা ফরেস্টার পদে কর্মরতদের নায্য অধিকার ও বৈষম্য নিরসনে নানা আলোচনা করে। স্কেল ও পদোন্নতির জন্য আগামী একমাসের আল্টিমেটাম দিয়ে কঠোর আন্দোলনের ঘোষণা দেন কেন্দ্রীয় কমিটির আহব্বায়ক আমিরুল হাছান। দুঃখ-ক্ষোভে ফেটে পড়া ফরেস্টাররা এ সিদ্ধান্তের সম্মতি জানান।
সরোয়ার হোসেন কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত