মোঃ নাসির উদ্দিন রাজশাহী জেলা প্রতিনিধি
আজ ৮ মার্চ ২০২৫ খ্রিস্টাব্দ “আন্তর্জাতিক নারী দিবস”। দিনটি উপলক্ষ্যে সকাল সাড়ে ১০ টায় নগরীর সাহেব বাজার আলুপট্টিতে “প্রতিবাদ হোক সহিংসতার, নিশ্চিত হোক নারীর মানবাধিকার” স্লোগানে বাংলাদেশ মহিলা পরিষদ, রাজশাহী জেলা শাখার আয়োজনে বর্ণাঢ্য র্যাালি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) সম্মানিত পুলিশ কমিশনার জনাব মোহাম্মদ আবু সুফিয়ান মহোদয়।
উক্ত অনুষ্ঠানে সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন এবং নারীর অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান।