সমৃদ্ধ বাংলাদেশ গড়তে হলে সৎ, দক্ষ ও খোদাভীরু নেতৃত্বের বিকল্প নেই
———মাওলানা লোকমান আহমদ
সিলেট ৩ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা লোকমান আহমদ বলেছেন, সৎ, দক্ষ ও খোদাভীরু নেতৃত্বের অভাবে প্রিয় মাতৃভূমি বাংলাদেশ আজ গভীর সংকটে নিপতিত। দুর্নীতি, অপশাসন ও গণতন্ত্র-হীনতার কারণে সঠিক নেতৃত্বের বিকাশ বাধাগ্রস্ত হচ্ছে। উন্নত, সমৃদ্ধ বাংলাদেশ গড়তে হলে সৎ, দক্ষ ও খোদাভীরু নেতৃত্বের বিকল্প নেই। তাই জামায়াতে ইসলামী সমাজে খোদাভীরু নেতৃত্ব প্রতিষ্ঠার কাজ করে যাচ্ছে। শুধু বাংলাদেশ নয় বিশ্বব্যাপী নেতৃত্ব দেয়ার উপযোগী জনবল তৈরি করতে জামায়াতের উদ্যোগ ও প্রচেষ্টা অব্যাহত রয়েছে। তিনি ইনসাফ ভিত্তিক সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠার আন্দোলনে জামায়াত কর্মীদের আরো সোচ্চার হওয়ার আহবান জানান।
তিনি শনিবার বিকেলে দক্ষিণ সুরমার
একটি অভিজাত কমিউনিটি সেন্টারে
দক্ষিণ সুরমা উপজেলা জামায়াত আয়োজিত পবিত্র মাহে রামাদানের তাৎপর্য ও ইনসাফ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠায় আমাদের করনীয় শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
দক্ষিণ সুরমা উপজেলা জামায়াতের আমীর সাব্বির আহমদের সভাপতিত্বে ও সেক্রেটারি বদরুল ইসলামের পরিচালনায় আলোচনা সভা ও ইফতার মাহফিলে বিশেষ অতিথির বক্তব্য রাখেন,বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সদস্য হাফিজ মাওলানা ফারুক আহমদ,
জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যক্ষ নজরুল ইসলাম,
জেলা কর্মপরিষদ সদস্য, সাবেক উপজেলা চেয়ারম্যান সাইফুল্লাহ আল হোসাইন,
বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ ড.হাসমত উল্লা,জেলা পেশাজীবি পরিষদ সভাপতি নুরুল ইসলাম,
ওলামা মশায়েখ পরিষদ দায়িত্বশীল জালালপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাওলানা সুলাইমান হোসেন।
মাহফিলে উপস্থিত ছিলেন,লতিফা শফি চৌধুরী মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ আমিরুল আলম খান, খেলাফত মজলিসের জেলা সেক্রেটারি ফখরুল ইসলাম, দক্ষিণ সুরমা উপজেলা সভাপতি এম আহমদ আলী,দক্ষিণ সুরমা প্রেসক্লাব সভাপতি জাহাঙ্গীর আলম মুসিক, সাধারণ সম্পাদক শরীফ আহমদ।
আলোচনা শেষে দোয়া পরিচালনা করেন হাফিজ মাওলানা ফারুক আহমদ।