মোস্তাক আহমেদ (বাবু) রংপুর,
রংপুর নগরীর নিউ সেনপাড়া থেকে,গোপন সংবাদের ভিত্তিতে,আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য এবং বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার রংপুরে আত্মগোপনে থাকা অবস্থায় গ্রেফতার হয়েছেন মেট্রোপুলিশের টিম ।
সূত্রে জানা যায় ঃ বুধবার দিবাগত রাত ১২টা ৪৫ মিনিটে রংপুর মহানগরীর নিউ সেনপাড়া এলাকার একটি বাসায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে মেট্রোপলিটন পুলিশ। আফতাব উদ্দিন সরকার নীল- ফামারী-১ আসনের সাবেক সংসদ সদস্য। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার শান্তিপূর্ণ আন্দোলন দমন করতে অবৈধ অস্ত্র এবং আগ্নেয়াস্ত্র ব্যবহার,বলপ্রয়োগ, হামলা,এবং হত্যাচেষ্টার অভিযোগে ৩টি মামলা রয়েছে। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মেট্রোপলিটন পুলিশ (আরপিএমপি) কমিশনার মোঃ মজিদ আলী।
উল্লেখ যে ঃপুলিশ কমিশনার মোঃ মজিদ আলীী নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। আফতাব উদ্দিন সরকার আত্মীয়ের বাসায় আত্মগোপন করেছিলেন। তাকে গ্রেফতার করে কড়া নিরাপত্তায় থানায় নিয়ে যাওয়া হয়। ও অভিযানে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমানও উপস্থিত ছিলেন। আজ(৬ মার্চ) বৃহস্পতিবার
সকালে তাকে আদালতে হাজির করার কথা রয়েছে।
এ বিষয়ে ঃ কমিশনার মোঃ মজিদ আলী সাংবাদিকদের জানিয়েছেন। আফতাব উদ্দিন সরকারের বিরুদ্ধে তিনটি মামলা তদন্তাধীন। এসব মামলার মধ্যে একটি রংপুরে রয়েছে এবং তাকে এই মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।