মোঃ সুজন বেপারী – মুন্সীগঞ্জ জেলার গজারিয়া থানা বার্ষিক পরিদর্শন করেন মান্যবর জেলা পুলিশ সুপার জনাব মুহম্মদ শামসুল আলম সরকার মহোদয়। এ সময় পুলিশ সুপার মহোদয়কে ফুলেল শুভেচ্ছা প্রদান করেন মো. আনোয়ার আলম আজাদ, ভারপ্রাপ্ত কর্মকর্তা গজারিয়া এবং গজারিয়া থানা প্রাঙ্গনে থানা পুলিশের একটি চৌকস দল পুলিশ সুপার মহোদয়কে গার্ড অব অনার প্রদান করেন।
পরবর্তীতে পুলিশ সুপার মহোদয় গজারিয়া থানা এলকার আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে পুলিশ সদস্যদের দক্ষতা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করার নির্দেশনা প্রদান করেন এবং বিভিন্ন রেজিস্ট্রারপত্র পর্যালোচনা করে করনীয় সংক্রান্তে দিক-নির্দেশনা প্রদান করেন। এরপর তিনি গজারিয়া থানা প্রাঙ্গনে পুলিশ সদস্যদের সাথে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে অংশ গ্রহন করেন।
এ সময় আরোও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (মুন্সীগঞ্জ সার্কেল) জনাব মো. বিল্লাল হোসেন, পিপিএম।