মুন্সীগঞ্জ প্রতিনিধি – পবিত্র রমজানের উপলক্ষে বাংলাদেশসহ সারাবিশ্বের মুসলমানদের শুভেচ্ছা বার্তা প্রকাশ বাংলাদেশ মফস্বল সাংবাদিক জোট কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক দায়িত্ব পেলেন জাতীয় দৈনিক আলোকিত সকাল পত্রিকার স্টাফ রিপোর্টার সাংবাদিক মোঃ সুজন বেপারী।
বাংলাদেশ মফস্বল সাংবাদিক জোট কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পবিত্র মাহে রমজান সমাগত। এ পবিত্র মাস সমগ্র মুসলিম উম্মাহ’র জন্য রহমত, বরকত ও নাজাতের মাস হিসেবে সম্মানিত। তিনি বলেন, হিংসা-বিভেদ, অন্যায়, জুলুম, অবিচার এবং লোভ লালসাসহ সকল ধরনের পাপকাজ থেকে বিরত থাকার এক মহান শিক্ষা দেয় মাহে রমজান। এ শিক্ষাকে বুকে ধারণ করে নিজেদেরকে পবিত্র মানুষ হিসেবে গড়ে তুলতে হবে এবং সমাজে শান্তি প্রতিষ্টা করতে হবে। মাহে রমজান প্রতিটি মুসলমানের জীবনে বয়ে আনুক শান্তি-সুখের বার্তা, সবার জীবন হয়ে উঠুক মঙ্গলময়, মহান আল্লাহ রাব্বুল আলামীনের দরবারে তিনি এ প্রার্থনা জানান।
গত (১০ এপ্রিল ২০২৪ ) গত বুধবার বাংলাদেশ মফস্বল সাংবাদিক জোট কেন্দ্রীয় কমিটির সভাপতি, এস এম আবুল কালাম আজাদ ও সাধারণ-সম্পাদক, এ বি এম মামুন ও প্রধান উপদেষ্টা হেলেনা জাহাঙ্গীর সর্বসম্মতিক্রমে এ দায়িত্ব প্রদান করেন।
সাংবাদিক মোঃ সুজন বেপারীকে বাংলাদেশ মফস্বল সাংবাদিক জোট কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব অর্পণ করায় তিনি সকল সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।