মোঃ সুজন বেপারী – মুন্সিগঞ্জ সদর উপজেলায় Asset Skills competition-2025 এর আওতায় The world bank এর সহোযোগিতায় মুন্সীগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ এবং মুন্সীগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট এর আয়োজনে Institute level skills competition – 2025 এর কারিগরি দক্ষতা প্রদর্শনী ও সার্টিফিকেট বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার, জনাব মুহম্মদ শামসুল আলম সরকার পিপিএম বার। সদর থানার ভারপ্রাপ্ত ইনচার্জ জনাব সাইফুল আলম পিপিএম ও হাতিমারা পুলিশ ফাঁড়ি তদন্ত কেন্দ্র নবনিযুক্ত সিদ্দীক।
“একটাই লক্ষ, হতে হবে দক্ষ, শিখবো মোরা শক্ত কাজ, ঘুচবে অভাব, মিলবে কাজ” উক্ত অনুষ্ঠানে জেলা পুলিশ সুপার মহোদয় সকল ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে বলেন, তোমরাই জাতির আগামীর রূপকার। বর্তমান বিশ্বে যে জাতি কারিগরি শিক্ষায় যত বেশি দক্ষ, সে জাতি তত বেশি উন্নত। তাই আমাদের জাতীয় অগ্রগতিতে কারিগরি শিক্ষার প্রয়োজনীয়তা অপরিসীম।