1. news@uthsoberalo.com : উৎসবের আলো : উৎসবের আলো
  2. info@uthsoberalo.com : দৈনিক উৎসবের আলো : দৈনিক উৎসবের আলো
  3. info@www.uthsoberalo.com : উৎসবের আলো :
বুধবার, ০৯ এপ্রিল ২০২৫, ০৮:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
গাজীপুরে পল্লীমা মডেল স্কুল এন্ড কলেজের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠিত। জৈন্তাপুরে সাংবাদিকদের সাথে সেনা ক্যাম্প কমান্ডিং অফিসারের মতবিনিময়। রায়পুরায় ষষ্ঠ শ্রেণির দুই ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ। কুমিল্লা নগরীর কেএফসি ভাঙচুরের ঘটনায় মামলা দায়ের, আটক-৩। মৌলভীবাজারে লুটপাট করে কেউ ছাড় পাবে না- পুলিশ সুপার। বীরগঞ্জে শয়ন কক্ষ থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার। বোচাগঞ্জে প্রিয় নবী হযরত মোহাম্মদ (সাঃ)কে ফেসবুকে কটুক্তিকারী শুভজিৎ গ্রেফতার। ফিলিস্তিনিদের গণহত্যার প্রতিবাদে কচুয়া উপজেলা ছাত্র দলের বিক্ষোভ। চাঁপাইনবাবগঞ্জে ৫৯বিজিবি’র বিওপি’র উদ্বোধন। কুমিল্লা আদর্শ সদর উপজেলার ৩১ সদস্যের বিএনপির কমিটি ঘোষণা।

কুমিল্লা চৌদ্দগ্রাম থানার কাছে ৪৮ ঘন্টার ব‍্যবধানে আবারও প্রবাসীর গাড়িতে ডাকাতি।

উৎসবের আলো
  • প্রকাশিত: শনিবার, ১ মার্চ, ২০২৫
  • ৩০ বার পড়া হয়েছে

 

 

এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি।।

কুমিল্লার চৌদ্দগ্রাম থানার ৫০০ গজ সামনে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের ফাল্গুনকরা এলাকায় ফের ডাকাত দল হামলা চালিয়ে সব মালামাল নিয়ে যায় আরেক মালয়েশিয়া প্রবাসী।
বৃহস্পতিবার (১ মার্চ) ভোরে জেলার চৌদ্দগ্রাম উপজেলা ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের ফাল্গুনকরা এলাকায় এই ঘটনা ঘটে।
থানা পুলিশ সুত্রে জানা যায়, প্রবাসী বেলাল শুক্রবার রাতে ঢাকায় অবতরণ করেন। পরে বিমানবন্দর থেকে তাঁর স্বজনসহ ভাড়া করা প্রাইভেট কার নিয়ে বাড়ির উদ্দেশে রওনা হন। শনিবার ভোর সাড়ে ৬টার দিকে সাত-আটজনের একটি ডাকাত দল পিকআপ ভ্যানে করে এসে প্রাইভেট কারটিকে ধাক্কা দেয়। একপর্যায়ে ডাকাত দল পিকআপ থেকে নেমে অস্ত্রের মুখে প্রবাসীকে জিম্মি করে পাঁচটি মোবাইল ফোন, এক ভরি স্বর্ণ, তিন হাজার মালেশিয়ান রিঙ্গিত ও চারটি মালপত্রের প্যাকেট লুট করে নেয়, যার আনুমানিক মূল্য ৬ লাখ টাকা।

ভূক্তভোগী বেলাল বলেন, ‘ঈদ করার জন্য তিন বছর পর প্রবাস থেকে দেশে আসি শুক্রবার রাতে। বিমানবন্দর থেকে একটি প্রাইভেট কার ভাড়া করে বাড়ির উদ্দেশে রওনা করি। দাউদকান্দি এলাকায় বিশাল যানজটে আটকা পড়ি। এ সময় চালক জাবেদ খান উল্টো লেন দিয়ে গাড়িটি অনেক দূর নিয়ে আসেন এবং একপর্যায়ে একটি স্থানে নেমে পান খেয়ে আবার রওনা করেন। পথিমধ‍্যে ফাল্গুনকরা এলাকায় পৌঁছালে পেছন থেকে ত্রিপাল মোড়ানো একটি পিকআপ ভ্যান এসে প্রাইভেট কারটিকে ধাক্কা দেয়। এ সময় প্রাইভেট কারটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যেতে লাগছিল। চালক কারটির নিয়ন্ত্রণ নিলে ডাকাত দল পিকআপ থেকে নেমে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে ভাঙচুর করে এবং সব মালামাল ও নগদ টাকা পয়সা ছিনিয়ে নেয়। আমার পাসপোর্টটিও কেড়ে নেয়। আমি অনেক কষ্টে ডাকাত দল থেকে পাসপোর্টটি ফেরত নিই। কষ্টার্জিত সব টাকা পয়সা ডাকাত দল ছিনিয়ে নিয়েছে। অনেক আশা-ভরসা করে বিদেশ থেকে দেশে এসেছি স্বজনদের নিয়ে ঈদ করব। কিন্তু ডাকাত দল আমার সর্বস্ব কেড়ে নিয়েছে।
এবিষয়ে কুমিল্লা চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিলাল জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে প্রবাসীকে থানায় নিয়ে আসি। এ ঘটনায় চালক জাবেদ খানকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

ঘটনাস্থল পরিদর্শন করে হাইওয়ে পুলিশের কুমিল্লা রিজিয়নের পুলিশ সুপার খাইরুল আলম বলেন, ‘ভিকটিমের সঙ্গে কথা বলেছি। ডাকাত দলকে চিহ্নিত করে গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছি। পরে বিস্তারিত জানানো হবে।

উল্লেখ‍্য, গত বৃহস্পতিবার একই জায়গায় ডাকাত দল হামলা চালিয়ে গাড়ি ভাঙচুর করে কুয়েত প্রবাসী নাইমুল ইসলামের সর্বস্ব কেড়ে নেয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট