বিশেষ প্রতিনিধি:
গতকাল ২৮ ফেব্রুয়ারি রোজ শুক্রবার হিজলা থানার ইন্সপেক্টর তদন্ত মোঃ জাহিদুল আলমের নেতৃত্বে এস.আই আরাফাত রহমান হাসান, এ.এস.আই সুজন চন্দ্র দে, এ.এস.আই দেলোয়ার হোসেন খান, এ.এস.আই মোঃ ইয়ামিন সহ অপারেশন ডেভিল হান্ট পরিচালনাকালীন হিজলা থানাধীন খুন্না বাজারস্থ তাছমিয়া হোমিও হলে অভিযান পরিচালনা করিয়া মোঃ আবু তাহের মুন্সি (৫০), পিতাঃ মোঃ আব্দুল আজিজ মুন্সি, সাং- শ্রীপুর, ০২নং ওয়ার্ড, ০৪নং বড়জালিয়া ইউনিয়ন, থানাঃ হিজলা, বরিশালকে ৫১২ বোতল এ্যালকোহল সহ আটক করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন আছে।