হাবিবুর রহমান সম্রাট তালুকদার
উপজেলা প্রতিনিধি
দীর্ঘ ১৭ বছর কারাগারে থাকার পর আবারও রাজনীতিতে ফিরেছেন বিএনপি'র ভাইস চেয়ারম্যান, সাবেক উপমন্ত্রী ও টাঙ্গাইল-২ আসনের সাবেক সাংসদ, গোপালপুর -ভূঞাপুরে নেতা অ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টু।
শুক্রবার ( ২৮ ফেব্রুয়ারি) বিকালে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে ভূঞাপুর পাইলট সরকারি উচ্চবিদ্যালয় মাঠে এই সংর্ধবনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট গোলাম মোস্তফার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সেলিমুজ্জামান সেলু ও পৌর বিএনপি সাধারণ সম্পাদক লুৎফর রহমান গিয়াসের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি শামসুজ্জামান দুদু।
বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট ওবায়দুল হক নাসির, জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহিন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল, পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর হোসেন সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন । ও ভূঞাপুর উপজেলার বিভিন্ন ইউনিয়ন এবং ওয়ার্ড থেকে খন্ডখন্ড মিছিল শ্লোগানে স্লোগানে মুখরিত হয়ে সমাবেশে মিলিত হয় ।
সরোয়ার হোসেন কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত