জামাল উদ্দীন, কক্সবাজার জেলা প্রতিনিধি
কক্সবাজার টেকনাফ গতকাল ২৫ফেব্রুয়ারী টেকনাফ মডেল থানাধীন টেকনাফ পৌরসভাস্থ পুরাতন বাস স্ট্যান্ড আবু সিদ্দিক মার্কেটস্থ বিসমিল্লাহ ফার্মেসী নামীয় দোকানের সামনে রাস্তার উপর।
১০,০০০(দশ হাজার)পিস ইয়াবাসহ আটককৃত ব্যক্তির পরিচয়ঃ মোহাম্মদ কাসিম (৩৩) পিতা-ছৈয়দ আলম মাতা-হাসিনা বেগম সাং-কুতুপালং রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প,ক্যাম্প নং-০২,ডব্লিউ,ব্লক নং-ডি-০৪,সাইট মাঝি জামান,হেড মাঝি- নুর মোহাম্মদ,থানা উখিয়া,জেলা কক্সবাজার,এফসিএন নং- ৫০৫৫৮৭।
২।ইমাম হোসেন(১৯),পিতা-নুর হোসেন,মাতা-নুরকিস,সাং- কুতুপালং রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প,ক্যাম্প নং ০৭,ব্লক বি ২,সাইট মাঝি যোবায়ের,হেড মাঝি মোহাম্মদ সাদেক, থানা উখিয়া,,,জেলা কক্সবাজার।
গৃহীত আইনগত ব্যবস্থাঃ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ সনের ৩৬ (১)সারণির ১০ (গ)ধারায় টেকনাফ মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।