জামাল উদ্দীন, কক্সবাজার জেলা প্রতিনিধি
কক্সবাজারের টেকনাফে হ্নীলা ৮০ হাজার ইয়াবা ট্যাবলেটসহ চার মাদক কারবারিকে আটক করেছে র্যাব-১৫, বুধবার (২৬ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার র্যাব-১৫ এর মিডিয়া কর্মকর্তা সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক।
সুত্র জানায়,গত ২৫ ফেব্রুয়ারী বিকালে কক্সবাজার র্যাব -১৫ এর (সিপিসি-২) হোয়াইক্যং ক্যাম্পের চৌকষ একটি আভিযানিক দল মাদকের ১টি বড় চালান অন্যত্র পাচারের জন্য কতিপয় ব্যক্তি সংঘবদ্ধ হয়ে অবস্থানের গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ উপজেলার হ্নীলা মৌলভী বাজার দক্ষিণ পাড়ায় মাদক বিরোধী বিশেষ অভিযানে যায়। এসময় র্যাবের আভিযানিক দলের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে
মৃত আব্দুল গফুরের পুত্র মোঃ শামশুল আলম (৩৫), মোঃ ফজলুল হকের পুত্র মোঃ নুরুল আফছার (২২), মৃত কামাল আহমদের পুত্র আব্দুল শুক্কুর (৩৯) এবং ছিদ্দিক আহমদের পুত্র ছলিম উদ্দিন (২৫) কে আটক করতে সক্ষম হলেও তাদের আরো ২/৩জন সহযোগী কৌশলে দৌড়ে পালিয়ে যায়। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত মাদক কারবারীদের হেফাজত হতে ৮০হাজার ইয়াবা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়,তারা দীর্ঘদিন যাবৎ সীমান্তবর্তী এলাকায় কৌশলে সক্রিয় থাকা সিন্ডিকেট হতে ইয়াবা সংগ্রহ করে অভিনব পন্থায় অবৈধভাবে দেশের বিভিন্ন স্থানে বিক্রয় করে আসছে।
কক্সবাজার র্যাব-১৫ এর সহকারী পরিচালক (ল এন্ড মিডিয়া অফিসার) সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক জানান, এই অভিযান সংক্রান্ত প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য লিখিত এজাহার দাখিলের পর ধৃতদের টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে