তানিম আহমদ, স্টাফ রিপোর্টার,
২২ ফেব্রুয়ারি ২০২৫, রাত্রিবেলা শ্রীমঙ্গল থানার এসআই(নিরস্ত্র)/মোঃ মহিবুর রহমান সঙ্গীয় অফিসার সহ অভিযান পরিচালনা করিয়া শ্রীমঙ্গল থানাধীন ০৩নং শ্রীমঙ্গল ইউপির অন্তর্গত জেরিন চা বাগানের ডলুবাড়ি লাইনস্থ কিরন উপাধ্যায় অতুলের বসত ঘরে অভিযান পরিচালনা করিয়া ০৫(পাঁচ) বোতল বিদেশী মদ, পরিমান- ১৮৭৫ মিঃ লিঃ উদ্ধার পূর্বক কিশোর কিরন উপাধ্যায় অতুল (১৭), পিতা-তুলারাম উপাধ্যায়, সাং-ডলুবাড়ি লাইন, জেরিন চা বাগান, থানা-শ্রীমঙ্গল, জেলা-মৌলভীবাজারকে আটক করেন। আটককৃত কিশোরের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হইয়াছে।
সরোয়ার হোসেন কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত